সেমিফাইনালে যেতে ‘আইডল’ রোনালদোকেই কাঁদাতে হবে এমবাপ্পের
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নাক ভাঙার পর মুখে মাস্ক পড়ে খেলতে হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে। অস্ট্রিয়ার বিপক্ষে খাওয়া ধাক্কাটা যেন এখনো কাটিয়ে উঠতে পারেননি। এখন পর্যন্ত গোল করেছেন মাত্র ১টি, সেটিও পেনাল্টি থেকে। ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠা ফ্রান্সের গোল ওই একটিই। মূলত ফরাসিরা এতদূর এসেছে প্রতিপক্ষের আত্মঘা