‘মৃত্যুকূপের’ সমাধান হয়ে যেতে পারে আজ রাতেই। এই সমাধান অবশ্য নির্ভর করছে বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজির ওপর। জিতলেই ‘এফ’ গ্রুপ থেকে তাদের নিশ্চিত হচ্ছে শেষ ষোলো। বাকি দুই দল এসি মিলান ও নিউক্যাসল ইউনাইটেডের কোনো সম্ভাবনাই থাকবে না তখন। এই সমীকরণ সামনে রেখে এবারের চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে কঠিন গ্রুপে পড়া চার দল নামছে মাঠে।
ফিরতি লেগে নিজেদের মাঠ সান সিরোতে ডর্টমুন্ডকে আতিথেয়তা দেবে মিলান। দুই দলের প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে রোজোনেরিদের। হারলে ১ ম্যাচ হাতে রেখে ১০ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাবে ডর্টমুন্ড। আর মিলান জিতলে তাদের পয়েন্ট হবে ৮, দ্বিতীয় রাউন্ডের ফয়সালার জন্য তাদের অপেক্ষা করতে হবে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত।
এমন বাঁচা-মরার ম্যাচে জয় নিয়েই আশা বাঁচিয়ে রাখতে চান স্তেফানো পিওলি। সিরি আ’তে গত শনিবার ফিওরেন্তিনার বিপক্ষে জয়ের পর মিলান কোচ বলেন, ‘পিএসজির বিপক্ষে জয় আমাদের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে এবং ডর্টমুন্ডের বিপক্ষে জয় একটি বিশাল পার্থক্য গড়ে দেবে। ছেলেরা জানে, মঙ্গলবার রাতে কেমন পারফরম্যান্স দরকার এবং সেটিই আমাদের কাজকে সহজ করে দেবে।’
পিওলি যেমন লড়াই চান, তেমনি এডিন টারজিচও। সাতবারের চ্যাম্পিয়নস লিগ জয়ীদের হুমকিই দিয়ে রাখলেন ডর্টমুন্ড কোচ, ‘আমরা টেবিলের শীর্ষে আছি। আমাদের লুকানোর দরকার নেই...সেরাদের বিপক্ষে আমরা নিজেদের পরিমাপ করতে চাই।’
ডর্টমুন্ডের মতো একই সমীকরণের সামনে পিএসজি। ফিরতি লেগে নিউক্যাসলকে আতিথেয়তা দেবে তারা। জিতলে ১ ম্যাচ হাতে রেখে ৯ পয়েন্ট নিয়ে প্যারিসিয়ানরাও পৌঁছে যাবে পরের রাউন্ডে। প্রথম লেগে বড় ব্যবধানে হারের প্রতিশোধ নিয়েই সেই কাজ করতে মুখিয়ে থাকবেন লুইস এনরিকের দল। এই ম্যাচ নিউক্যাসল জিতলে তাদের পয়েন্ট হবে ৭, বাঁচিয়ে রাখবে দ্বিতীয় রাউন্ডের আশা। আজ যদি ডর্টমুন্ড ও পিএসজি হারে, তবে চার দলকেই দ্বিতীয় রাউন্ডে যেতে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়েই চার দল মুখোমুখি হবে একে অপরের।
দ্বিতীয় রাউন্ডের আশা নিয়ে ‘এইচ’ গ্রুপে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-পোর্তো। ৪ ম্যাচে দুই দলের পয়েন্ট সমান ৯। আজ যে-ই জিতুক, নিশ্চিত হবে শেষ ষোলো। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের ৩ নম্বরে থাকা শাখতার দোনেৎস্কেরও সুযোগ থাকছে পরের রাউন্ডের।
গত দুই মৌসুম প্রথম রাউন্ড থেকে ঘরে ফিরেছে বার্সা। তবে এবার গ্রুপে শীর্ষে থাকা কাতালান জায়ান্টরা সেই আক্ষেপ ঘোচাতে চান। কোচ জাভি হার্নান্দেজ গতকাল সংবাদ সম্মেলনে সেই কথাই বললেন, ‘আমরা যদি জিতি, তবে শীর্ষে থাকা নিশ্চিত হবে। দুই মৌসুম পর এটিই আমাদের সেরা সুযোগ। অনুপ্রেরণা নিয়ে আমরা এই ম্যাচ খেলতে নামব। আমাদের ঘরের সমর্থকদের সামনে একটি জাদুকরী রাতের আশা করছি।’
‘মৃত্যুকূপের’ সমাধান হয়ে যেতে পারে আজ রাতেই। এই সমাধান অবশ্য নির্ভর করছে বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজির ওপর। জিতলেই ‘এফ’ গ্রুপ থেকে তাদের নিশ্চিত হচ্ছে শেষ ষোলো। বাকি দুই দল এসি মিলান ও নিউক্যাসল ইউনাইটেডের কোনো সম্ভাবনাই থাকবে না তখন। এই সমীকরণ সামনে রেখে এবারের চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে কঠিন গ্রুপে পড়া চার দল নামছে মাঠে।
ফিরতি লেগে নিজেদের মাঠ সান সিরোতে ডর্টমুন্ডকে আতিথেয়তা দেবে মিলান। দুই দলের প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে রোজোনেরিদের। হারলে ১ ম্যাচ হাতে রেখে ১০ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাবে ডর্টমুন্ড। আর মিলান জিতলে তাদের পয়েন্ট হবে ৮, দ্বিতীয় রাউন্ডের ফয়সালার জন্য তাদের অপেক্ষা করতে হবে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত।
এমন বাঁচা-মরার ম্যাচে জয় নিয়েই আশা বাঁচিয়ে রাখতে চান স্তেফানো পিওলি। সিরি আ’তে গত শনিবার ফিওরেন্তিনার বিপক্ষে জয়ের পর মিলান কোচ বলেন, ‘পিএসজির বিপক্ষে জয় আমাদের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে এবং ডর্টমুন্ডের বিপক্ষে জয় একটি বিশাল পার্থক্য গড়ে দেবে। ছেলেরা জানে, মঙ্গলবার রাতে কেমন পারফরম্যান্স দরকার এবং সেটিই আমাদের কাজকে সহজ করে দেবে।’
পিওলি যেমন লড়াই চান, তেমনি এডিন টারজিচও। সাতবারের চ্যাম্পিয়নস লিগ জয়ীদের হুমকিই দিয়ে রাখলেন ডর্টমুন্ড কোচ, ‘আমরা টেবিলের শীর্ষে আছি। আমাদের লুকানোর দরকার নেই...সেরাদের বিপক্ষে আমরা নিজেদের পরিমাপ করতে চাই।’
ডর্টমুন্ডের মতো একই সমীকরণের সামনে পিএসজি। ফিরতি লেগে নিউক্যাসলকে আতিথেয়তা দেবে তারা। জিতলে ১ ম্যাচ হাতে রেখে ৯ পয়েন্ট নিয়ে প্যারিসিয়ানরাও পৌঁছে যাবে পরের রাউন্ডে। প্রথম লেগে বড় ব্যবধানে হারের প্রতিশোধ নিয়েই সেই কাজ করতে মুখিয়ে থাকবেন লুইস এনরিকের দল। এই ম্যাচ নিউক্যাসল জিতলে তাদের পয়েন্ট হবে ৭, বাঁচিয়ে রাখবে দ্বিতীয় রাউন্ডের আশা। আজ যদি ডর্টমুন্ড ও পিএসজি হারে, তবে চার দলকেই দ্বিতীয় রাউন্ডে যেতে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়েই চার দল মুখোমুখি হবে একে অপরের।
দ্বিতীয় রাউন্ডের আশা নিয়ে ‘এইচ’ গ্রুপে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-পোর্তো। ৪ ম্যাচে দুই দলের পয়েন্ট সমান ৯। আজ যে-ই জিতুক, নিশ্চিত হবে শেষ ষোলো। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের ৩ নম্বরে থাকা শাখতার দোনেৎস্কেরও সুযোগ থাকছে পরের রাউন্ডের।
গত দুই মৌসুম প্রথম রাউন্ড থেকে ঘরে ফিরেছে বার্সা। তবে এবার গ্রুপে শীর্ষে থাকা কাতালান জায়ান্টরা সেই আক্ষেপ ঘোচাতে চান। কোচ জাভি হার্নান্দেজ গতকাল সংবাদ সম্মেলনে সেই কথাই বললেন, ‘আমরা যদি জিতি, তবে শীর্ষে থাকা নিশ্চিত হবে। দুই মৌসুম পর এটিই আমাদের সেরা সুযোগ। অনুপ্রেরণা নিয়ে আমরা এই ম্যাচ খেলতে নামব। আমাদের ঘরের সমর্থকদের সামনে একটি জাদুকরী রাতের আশা করছি।’
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে