রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ জিতে কাতারে এসেছিল ফ্রান্স। অনেকে যখন ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ নিয়ে কথা বলছে, ফরাসিরা সেই কথাকে ভুল প্রমাণ করে উঠে যায় টানা দ্বিতীয় ফাইনালে। কিন্তু বিশ্বকাপ ইতিহাসের স্মরণীয় ফাইনালে শেষ হাসি হাসতে পারেনি দিদিয়ের দেশমের দল। লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে শিরোপা হারায় তারা।
আগামী ১৯ ডিসেম্বর ফরাসিদের পরাজয়ের এক বছর পূর্ণ হবে। সেই দিন আসার আগেই আরেকবার স্বপ্নভঙ্গ হলো তাদের। এবারও ডিসেম্বরে। যুবাদের বিশ্বকাপের ফাইনালে হৃদয় ভাঙল ফ্রান্সের। আজ ইন্দোনেশিয়ার স্তাদিওন মানাহানে ফরাসিদের টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতল জার্মানি।
ফুটবল পরাশক্তি জার্মানরা এবারই যুবাদের এই বিশ্বকাপের শিরোপা জিতল। ১৯৮৫ সালের পর এটিই তাদের দ্বিতীয় ফাইনাল। ফ্রান্স অবশ্য ২০০১ সালেই এই টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেয়েছে। কিন্তু ২২ বছরের ক্ষুধা মেটানো হলো না তাদের। শিরোপা অপেক্ষা ঘোচাতে অবশ্য ফরাসি যুবারা কম চেষ্টা করেনি। শেষ মুহূর্তের গোলে তারা ম্যাচ টেনে নিয়ে যায় টাইব্রেকারে। কিন্তু সেখানে হেরে বসে ৪-৩ ব্যবধানে।
অথচ প্রথম শটে জার্মানি ব্যর্থ হলেও গোল পেয়েছিল ফ্রান্স। কিন্তু এরপর দারুণভাবে ফিরে আসে জার্মানি, পরের তিন শটেই সফল তারা। ফ্রান্স মিস করে তৃতীয় ও চতুর্থ শট। জার্মানি পঞ্চম শট থেকে গোল করতে না পারলেও ফ্রান্স সেটি করে সমতায় ফেরে। কিন্তু ষষ্ঠ শটে জার্মানি গোল করলেও পারেনি ফ্রান্স।
তার আগে রোমাঞ্চ উপহার দিয়েছে দুই দল। ২৯ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় জার্মানি। ৫১ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করে তারা। এর দুই মিনিট পর একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় ফরাসিরা। ৬৯ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দল হয়ে পড়া জার্মানদের বিপক্ষে সুযোগ কাজে লাগিয়ে ৮৫ মিনিটে সমতায়ও ফেরে ফ্রান্স। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জার্মানির যুবাদের হাসি, জিতল এই আসরের প্রথম শিরোপা।
রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ জিতে কাতারে এসেছিল ফ্রান্স। অনেকে যখন ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ নিয়ে কথা বলছে, ফরাসিরা সেই কথাকে ভুল প্রমাণ করে উঠে যায় টানা দ্বিতীয় ফাইনালে। কিন্তু বিশ্বকাপ ইতিহাসের স্মরণীয় ফাইনালে শেষ হাসি হাসতে পারেনি দিদিয়ের দেশমের দল। লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে শিরোপা হারায় তারা।
আগামী ১৯ ডিসেম্বর ফরাসিদের পরাজয়ের এক বছর পূর্ণ হবে। সেই দিন আসার আগেই আরেকবার স্বপ্নভঙ্গ হলো তাদের। এবারও ডিসেম্বরে। যুবাদের বিশ্বকাপের ফাইনালে হৃদয় ভাঙল ফ্রান্সের। আজ ইন্দোনেশিয়ার স্তাদিওন মানাহানে ফরাসিদের টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতল জার্মানি।
ফুটবল পরাশক্তি জার্মানরা এবারই যুবাদের এই বিশ্বকাপের শিরোপা জিতল। ১৯৮৫ সালের পর এটিই তাদের দ্বিতীয় ফাইনাল। ফ্রান্স অবশ্য ২০০১ সালেই এই টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেয়েছে। কিন্তু ২২ বছরের ক্ষুধা মেটানো হলো না তাদের। শিরোপা অপেক্ষা ঘোচাতে অবশ্য ফরাসি যুবারা কম চেষ্টা করেনি। শেষ মুহূর্তের গোলে তারা ম্যাচ টেনে নিয়ে যায় টাইব্রেকারে। কিন্তু সেখানে হেরে বসে ৪-৩ ব্যবধানে।
অথচ প্রথম শটে জার্মানি ব্যর্থ হলেও গোল পেয়েছিল ফ্রান্স। কিন্তু এরপর দারুণভাবে ফিরে আসে জার্মানি, পরের তিন শটেই সফল তারা। ফ্রান্স মিস করে তৃতীয় ও চতুর্থ শট। জার্মানি পঞ্চম শট থেকে গোল করতে না পারলেও ফ্রান্স সেটি করে সমতায় ফেরে। কিন্তু ষষ্ঠ শটে জার্মানি গোল করলেও পারেনি ফ্রান্স।
তার আগে রোমাঞ্চ উপহার দিয়েছে দুই দল। ২৯ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় জার্মানি। ৫১ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করে তারা। এর দুই মিনিট পর একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় ফরাসিরা। ৬৯ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দল হয়ে পড়া জার্মানদের বিপক্ষে সুযোগ কাজে লাগিয়ে ৮৫ মিনিটে সমতায়ও ফেরে ফ্রান্স। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জার্মানির যুবাদের হাসি, জিতল এই আসরের প্রথম শিরোপা।
২০২৪-২৫ মৌসুমের লা লিগা শেষভাগে এসে পড়েছে। টুর্নামেন্ট যতই গড়াচ্ছে, ততই জমজমাট হয়ে উঠছে। এমনকি শেষ অংশে এসে কোনো কোনো ম্যাচ ছড়াচ্ছে আলো। একই সঙ্গে খেলোয়াড়দের চোট চিন্তা বাড়াচ্ছে দলগুলোর।
২৩ মিনিট আগেতামিম ইকবাল আর ফারুক আহমেদ গত কয়েক মাসে যতবার সংবাদ শিরোনাম হয়েছেন, বেশির ভাগ মাঠের বাইরের বিষয়ে। আরও সুনির্দিষ্টভাবে বললে ক্রিকেট প্রশাসনিক-সম্পর্কিত। তামিমকে প্রায় সময় একটা প্রশ্ন শুনতে হচ্ছে, তিনি ক্রিকেট বোর্ডে আসতে চান কি না।
১ ঘণ্টা আগেজয়ের সংজ্ঞাটা এক রকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
১ ঘণ্টা আগেচল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১৩ ঘণ্টা আগে