Ajker Patrika

যুব বিশ্বকাপের ফাইনালেও হারল ফ্রান্স

যুব বিশ্বকাপের ফাইনালেও হারল ফ্রান্স

রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ জিতে কাতারে এসেছিল ফ্রান্স। অনেকে যখন ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ নিয়ে কথা বলছে, ফরাসিরা সেই কথাকে ভুল প্রমাণ করে উঠে যায় টানা দ্বিতীয় ফাইনালে। কিন্তু বিশ্বকাপ ইতিহাসের স্মরণীয় ফাইনালে শেষ হাসি হাসতে পারেনি দিদিয়ের দেশমের দল। লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে শিরোপা হারায় তারা। 

আগামী ১৯ ডিসেম্বর ফরাসিদের পরাজয়ের এক বছর পূর্ণ হবে। সেই দিন আসার আগেই আরেকবার স্বপ্নভঙ্গ হলো তাদের। এবারও ডিসেম্বরে। যুবাদের বিশ্বকাপের ফাইনালে হৃদয় ভাঙল ফ্রান্সের। আজ ইন্দোনেশিয়ার স্তাদিওন মানাহানে ফরাসিদের টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতল জার্মানি। 

ফুটবল পরাশক্তি জার্মানরা এবারই যুবাদের এই বিশ্বকাপের শিরোপা জিতল। ১৯৮৫ সালের পর এটিই তাদের দ্বিতীয় ফাইনাল। ফ্রান্স অবশ্য ২০০১ সালেই এই টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেয়েছে। কিন্তু ২২ বছরের ক্ষুধা মেটানো হলো না তাদের। শিরোপা অপেক্ষা ঘোচাতে অবশ্য ফরাসি যুবারা কম চেষ্টা করেনি। শেষ মুহূর্তের গোলে তারা ম্যাচ টেনে নিয়ে যায় টাইব্রেকারে। কিন্তু সেখানে হেরে বসে ৪-৩ ব্যবধানে। 

গোল শোধের পর ফরাসিদের উদ্‌যাপনঅথচ প্রথম শটে জার্মানি ব্যর্থ হলেও গোল পেয়েছিল ফ্রান্স। কিন্তু এরপর দারুণভাবে ফিরে আসে জার্মানি, পরের তিন শটেই সফল তারা। ফ্রান্স মিস করে তৃতীয় ও চতুর্থ শট। জার্মানি পঞ্চম শট থেকে গোল করতে না পারলেও ফ্রান্স সেটি করে সমতায় ফেরে। কিন্তু ষষ্ঠ শটে জার্মানি গোল করলেও পারেনি ফ্রান্স। 

তার আগে রোমাঞ্চ উপহার দিয়েছে দুই দল। ২৯ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় জার্মানি। ৫১ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করে তারা। এর দুই মিনিট পর একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় ফরাসিরা। ৬৯ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দল হয়ে পড়া জার্মানদের বিপক্ষে সুযোগ কাজে লাগিয়ে ৮৫ মিনিটে সমতায়ও ফেরে ফ্রান্স। নির্ধারিত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জার্মানির যুবাদের হাসি, জিতল এই আসরের প্রথম শিরোপা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত