বার্সেলোনার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গত সপ্তাহে ওঠে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রয়োজনের ম্যাচে জ্বলে ওঠেন কিলিয়ান এমবাপ্পে। এক সপ্তাহ যেতে না যেতে পিএসজির আরেক ম্যাচে খেলেননি এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের না খেলার ম্যাচে প্যারিসিয়ানরা জিতে গেছে হেসেখেলে।
পার্ক দে প্রিন্সেসে গত রাতে লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। এই ম্যাচে এমবাপ্পেকে পিএসজির মূল একাদশে তো ছিলেনই না। এমনকি বদলি ফুটবলার হিসেবেও তাঁকে খেলানো হয়নি। এমবাপ্পের না খেলার রাতে লিওকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পোক্ত করল প্যারিসিয়ানরা। দুই, তিন ও চারে থাকা মোনাকো, ব্রেস্ত ও লিলের পয়েন্ট ৫৫,৫৩ ও ৫২। ২৯টি করে ম্যাচ খেলেছে মোনাকো ও লিলে। ব্রেস্ত খেলেছে ৩০ ম্যাচ।
স্কোরলাইন বলে দিচ্ছে পিএসজি গত রাতে দাপট দেখিয়ে খেলেছে লিওর ওপর। বলও নিজের দখলে বেশি রাখে পিএসজি। ৬৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৬ শট করে পিএসজি। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর লিও ৬ শট করলেও বল দখলে রাখে ৩৭ শতাংশ। ৩ মিনিটে নেমাঞ্জা মাতিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। ৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির ডিফেন্ডার লুকাস বেরালদো। ৩২ ও ৪২ মিনিটে দলটির ফরোয়ার্ড গনসালো রামোস করেন জোড়া গোল। লিওঁর একমাত্র গোল ৩৭ মিনিটে করেন দলটির ফরোয়ার্ড আর্নেস্ট নুয়ামাহ। প্রথমার্ধে ৫ গোল হওয়ার পর দ্বিতীয়ার্ধে আর কোনো গোলই হয়নি। ৩০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আটে লিওঁ।
বার্সেলোনার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গত সপ্তাহে ওঠে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রয়োজনের ম্যাচে জ্বলে ওঠেন কিলিয়ান এমবাপ্পে। এক সপ্তাহ যেতে না যেতে পিএসজির আরেক ম্যাচে খেলেননি এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের না খেলার ম্যাচে প্যারিসিয়ানরা জিতে গেছে হেসেখেলে।
পার্ক দে প্রিন্সেসে গত রাতে লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। এই ম্যাচে এমবাপ্পেকে পিএসজির মূল একাদশে তো ছিলেনই না। এমনকি বদলি ফুটবলার হিসেবেও তাঁকে খেলানো হয়নি। এমবাপ্পের না খেলার রাতে লিওকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পোক্ত করল প্যারিসিয়ানরা। দুই, তিন ও চারে থাকা মোনাকো, ব্রেস্ত ও লিলের পয়েন্ট ৫৫,৫৩ ও ৫২। ২৯টি করে ম্যাচ খেলেছে মোনাকো ও লিলে। ব্রেস্ত খেলেছে ৩০ ম্যাচ।
স্কোরলাইন বলে দিচ্ছে পিএসজি গত রাতে দাপট দেখিয়ে খেলেছে লিওর ওপর। বলও নিজের দখলে বেশি রাখে পিএসজি। ৬৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৬ শট করে পিএসজি। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর লিও ৬ শট করলেও বল দখলে রাখে ৩৭ শতাংশ। ৩ মিনিটে নেমাঞ্জা মাতিচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। ৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির ডিফেন্ডার লুকাস বেরালদো। ৩২ ও ৪২ মিনিটে দলটির ফরোয়ার্ড গনসালো রামোস করেন জোড়া গোল। লিওঁর একমাত্র গোল ৩৭ মিনিটে করেন দলটির ফরোয়ার্ড আর্নেস্ট নুয়ামাহ। প্রথমার্ধে ৫ গোল হওয়ার পর দ্বিতীয়ার্ধে আর কোনো গোলই হয়নি। ৩০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আটে লিওঁ।
দুর্দান্ত ছন্দে আছেন অভিষেক শর্মা। তাঁর দুর্বলতা খুঁজে পাওয়া বোলারদের বড্ড মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টিতে কীভাবে ধারাবাহিক থাকতে হয়, সেই পথই যেন বাতলে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। আজ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছ
২৪ মিনিট আগেবিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ফুটবল লিগে নতুন মৌসুমের শুরুটা বিবর্ণ হলো আবাহনী লিমিটেডের। ম্যাচের বেশির ভাগ সময় একজন বেশি নিয়ে খেললেও জিতে মাঠ ছাড়তে পারেনি তারা। আজ গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।
৫ ঘণ্টা আগে