‘খ্যাতির বিড়ম্বনা’—এই ব্যাপারটির সঙ্গে তারকা খেলোয়াড়েরা কম বেশি সবাই পরিচিত। ক্রিকেট, ফুটবলসহ সব খেলাতেই ভক্তদের আবদার সামলাতে হয় খেলোয়াড়দের। ব্যতিক্রম নন কিলিয়ান এমবাপ্পেও।
ফ্রেঞ্চ কাপের ‘রাউন্ড অব ৬৪’ ম্যাচে গত রাতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) খেলেছে রেভেলের বিপক্ষে। রেভেল মূলত ষষ্ঠ সারির্ এক দল। তারা মূলত অপেশাদার। এমবাপ্পে এই ম্যাচে খেলবেন কি না, তা একটু অনিশ্চয়তার মধ্যে ছিল। তবে রেভেলের ভক্তরা অনুরোধ করেছেন, যাতে কাস্ত্রেসের পিয়েরে ফ্যাব্রি স্টেডিয়ামে তিনি (এমবাপ্পে) খেলেন। এমবাপ্পে খেলতে নেমেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন। তাঁর হ্যাটট্রিকে ৯-০ গোলের বিশাল জয় পেয়েছে পিএসজি।
রেভেলের বিপক্ষে ম্যাচে গোল, অ্যাসিস্ট—সব দিকেই অবদান রেখেছেন এমবাপ্পে। কার্লোস সোলারের অ্যাসিস্টে ১৬ মিনিটে ম্যাচের প্রথম গোলটাই করেন এমবাপ্পে। এমবাপ্পে এরপর নিজের দ্বিতীয় গোল করেন ৪৫ মিনিটে। ফরাসি তারকা ফরোয়ার্ড হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৪৮ মিনিটে। এমবাপ্পের শেষ দুই গোলে অ্যাসিস্ট করেছেন মার্কো আসেনসিও। ৮৭ মিনিটে তাঁর (এমবাপ্পে) অ্যাসিস্টে গোল করেন চের এনদুর। ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন ‘কিলিয়ান খেলতে চেয়েছে। যখন সে খেলতে চায়, তখন কারও তেমন কিছু বলার থাকে না। যথন সে খেলে তখন ভক্ত-সমর্থক, স্টাফ, বিপক্ষ দল—সবাই জিতে যায়’
এমবাপ্পের হ্যাটট্রিকের পাশাপাশি ম্যাচে জোড়া গোল করেন রান্দাল কোলো মুয়ানি। একটি করে গোল করেন আসেনসিও, এনদুর ও গনসালো রামোস। আরেকটি গোল পিএসজি পেয়েছে ‘উপহার’। আত্মঘাতী গোল করেন রেভেলের ডিফেন্ডার ম্যাক্সেস এনগুইসান।
‘খ্যাতির বিড়ম্বনা’—এই ব্যাপারটির সঙ্গে তারকা খেলোয়াড়েরা কম বেশি সবাই পরিচিত। ক্রিকেট, ফুটবলসহ সব খেলাতেই ভক্তদের আবদার সামলাতে হয় খেলোয়াড়দের। ব্যতিক্রম নন কিলিয়ান এমবাপ্পেও।
ফ্রেঞ্চ কাপের ‘রাউন্ড অব ৬৪’ ম্যাচে গত রাতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) খেলেছে রেভেলের বিপক্ষে। রেভেল মূলত ষষ্ঠ সারির্ এক দল। তারা মূলত অপেশাদার। এমবাপ্পে এই ম্যাচে খেলবেন কি না, তা একটু অনিশ্চয়তার মধ্যে ছিল। তবে রেভেলের ভক্তরা অনুরোধ করেছেন, যাতে কাস্ত্রেসের পিয়েরে ফ্যাব্রি স্টেডিয়ামে তিনি (এমবাপ্পে) খেলেন। এমবাপ্পে খেলতে নেমেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন। তাঁর হ্যাটট্রিকে ৯-০ গোলের বিশাল জয় পেয়েছে পিএসজি।
রেভেলের বিপক্ষে ম্যাচে গোল, অ্যাসিস্ট—সব দিকেই অবদান রেখেছেন এমবাপ্পে। কার্লোস সোলারের অ্যাসিস্টে ১৬ মিনিটে ম্যাচের প্রথম গোলটাই করেন এমবাপ্পে। এমবাপ্পে এরপর নিজের দ্বিতীয় গোল করেন ৪৫ মিনিটে। ফরাসি তারকা ফরোয়ার্ড হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৪৮ মিনিটে। এমবাপ্পের শেষ দুই গোলে অ্যাসিস্ট করেছেন মার্কো আসেনসিও। ৮৭ মিনিটে তাঁর (এমবাপ্পে) অ্যাসিস্টে গোল করেন চের এনদুর। ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন ‘কিলিয়ান খেলতে চেয়েছে। যখন সে খেলতে চায়, তখন কারও তেমন কিছু বলার থাকে না। যথন সে খেলে তখন ভক্ত-সমর্থক, স্টাফ, বিপক্ষ দল—সবাই জিতে যায়’
এমবাপ্পের হ্যাটট্রিকের পাশাপাশি ম্যাচে জোড়া গোল করেন রান্দাল কোলো মুয়ানি। একটি করে গোল করেন আসেনসিও, এনদুর ও গনসালো রামোস। আরেকটি গোল পিএসজি পেয়েছে ‘উপহার’। আত্মঘাতী গোল করেন রেভেলের ডিফেন্ডার ম্যাক্সেস এনগুইসান।
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে