‘খ্যাতির বিড়ম্বনা’—এই ব্যাপারটির সঙ্গে তারকা খেলোয়াড়েরা কম বেশি সবাই পরিচিত। ক্রিকেট, ফুটবলসহ সব খেলাতেই ভক্তদের আবদার সামলাতে হয় খেলোয়াড়দের। ব্যতিক্রম নন কিলিয়ান এমবাপ্পেও।
ফ্রেঞ্চ কাপের ‘রাউন্ড অব ৬৪’ ম্যাচে গত রাতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) খেলেছে রেভেলের বিপক্ষে। রেভেল মূলত ষষ্ঠ সারির্ এক দল। তারা মূলত অপেশাদার। এমবাপ্পে এই ম্যাচে খেলবেন কি না, তা একটু অনিশ্চয়তার মধ্যে ছিল। তবে রেভেলের ভক্তরা অনুরোধ করেছেন, যাতে কাস্ত্রেসের পিয়েরে ফ্যাব্রি স্টেডিয়ামে তিনি (এমবাপ্পে) খেলেন। এমবাপ্পে খেলতে নেমেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন। তাঁর হ্যাটট্রিকে ৯-০ গোলের বিশাল জয় পেয়েছে পিএসজি।
রেভেলের বিপক্ষে ম্যাচে গোল, অ্যাসিস্ট—সব দিকেই অবদান রেখেছেন এমবাপ্পে। কার্লোস সোলারের অ্যাসিস্টে ১৬ মিনিটে ম্যাচের প্রথম গোলটাই করেন এমবাপ্পে। এমবাপ্পে এরপর নিজের দ্বিতীয় গোল করেন ৪৫ মিনিটে। ফরাসি তারকা ফরোয়ার্ড হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৪৮ মিনিটে। এমবাপ্পের শেষ দুই গোলে অ্যাসিস্ট করেছেন মার্কো আসেনসিও। ৮৭ মিনিটে তাঁর (এমবাপ্পে) অ্যাসিস্টে গোল করেন চের এনদুর। ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন ‘কিলিয়ান খেলতে চেয়েছে। যখন সে খেলতে চায়, তখন কারও তেমন কিছু বলার থাকে না। যথন সে খেলে তখন ভক্ত-সমর্থক, স্টাফ, বিপক্ষ দল—সবাই জিতে যায়’
এমবাপ্পের হ্যাটট্রিকের পাশাপাশি ম্যাচে জোড়া গোল করেন রান্দাল কোলো মুয়ানি। একটি করে গোল করেন আসেনসিও, এনদুর ও গনসালো রামোস। আরেকটি গোল পিএসজি পেয়েছে ‘উপহার’। আত্মঘাতী গোল করেন রেভেলের ডিফেন্ডার ম্যাক্সেস এনগুইসান।
‘খ্যাতির বিড়ম্বনা’—এই ব্যাপারটির সঙ্গে তারকা খেলোয়াড়েরা কম বেশি সবাই পরিচিত। ক্রিকেট, ফুটবলসহ সব খেলাতেই ভক্তদের আবদার সামলাতে হয় খেলোয়াড়দের। ব্যতিক্রম নন কিলিয়ান এমবাপ্পেও।
ফ্রেঞ্চ কাপের ‘রাউন্ড অব ৬৪’ ম্যাচে গত রাতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) খেলেছে রেভেলের বিপক্ষে। রেভেল মূলত ষষ্ঠ সারির্ এক দল। তারা মূলত অপেশাদার। এমবাপ্পে এই ম্যাচে খেলবেন কি না, তা একটু অনিশ্চয়তার মধ্যে ছিল। তবে রেভেলের ভক্তরা অনুরোধ করেছেন, যাতে কাস্ত্রেসের পিয়েরে ফ্যাব্রি স্টেডিয়ামে তিনি (এমবাপ্পে) খেলেন। এমবাপ্পে খেলতে নেমেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন। তাঁর হ্যাটট্রিকে ৯-০ গোলের বিশাল জয় পেয়েছে পিএসজি।
রেভেলের বিপক্ষে ম্যাচে গোল, অ্যাসিস্ট—সব দিকেই অবদান রেখেছেন এমবাপ্পে। কার্লোস সোলারের অ্যাসিস্টে ১৬ মিনিটে ম্যাচের প্রথম গোলটাই করেন এমবাপ্পে। এমবাপ্পে এরপর নিজের দ্বিতীয় গোল করেন ৪৫ মিনিটে। ফরাসি তারকা ফরোয়ার্ড হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৪৮ মিনিটে। এমবাপ্পের শেষ দুই গোলে অ্যাসিস্ট করেছেন মার্কো আসেনসিও। ৮৭ মিনিটে তাঁর (এমবাপ্পে) অ্যাসিস্টে গোল করেন চের এনদুর। ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন ‘কিলিয়ান খেলতে চেয়েছে। যখন সে খেলতে চায়, তখন কারও তেমন কিছু বলার থাকে না। যথন সে খেলে তখন ভক্ত-সমর্থক, স্টাফ, বিপক্ষ দল—সবাই জিতে যায়’
এমবাপ্পের হ্যাটট্রিকের পাশাপাশি ম্যাচে জোড়া গোল করেন রান্দাল কোলো মুয়ানি। একটি করে গোল করেন আসেনসিও, এনদুর ও গনসালো রামোস। আরেকটি গোল পিএসজি পেয়েছে ‘উপহার’। আত্মঘাতী গোল করেন রেভেলের ডিফেন্ডার ম্যাক্সেস এনগুইসান।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৩ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৪ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৪ ঘণ্টা আগে