Ajker Patrika

১৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এক ডজন গোল হজম 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৮: ১৩
১৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এক ডজন গোল হজম 

ক্লান্তি, হতাশা সব কিছুই যেন ভর করছিল গোল্ডেন লায়ন ক্লাবের ওপর। এমনিতেই অনেক লম্বা পথ পাড়ি দিয়ে ক্লান্ত। তার ওপর প্রতিপক্ষ দল লিলে রীতিমতো ছেলেখেলা করেছে। বল কুড়োতে কুড়োতেই সময় গেছে গোল্ডেন লায়নের গোলরক্ষকের।

পিয়েরি মাউরয় স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের তৃতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে লিল ও গোল্ডেন লায়ন। ফ্রান্সে ম্যাচ খেলতে আসা মার্টিনিক দ্বীপভিত্তিক গোল্ডেন লায়ন পাড়ি দিয়েছে ৮৬০০ মাইল পথ, যা ১৩৮৪০ কিলোমিটার। দীর্ঘপথ পাড়ি দিয়ে আসা গোল্ডেন লায়নকে ১২-০ গোলে হারিয়েছে লিল। ম্যাচে হয়েছে জোড়া হ্যাটট্রিক। হ্যাটট্রিক করেছেন জোনাথন ডেভিড ও এডেন জেগরোভা। যেখানে ডেভিডের অবদান রয়েছে ৬ গোলে। কানাডার এই স্ট্রাইকার অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। দুটি করে গোল করেন ইউসুফ ইয়াজিসি ও হ্যাকন আর্নার হ্যারাল্ডসন। টিয়াগো সান্তোস, অ্যামিনে মিসুসা করেছেন একটি করে গোল।

শিষ্যদের পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত লিলে কোচ পাবলো ফনসেকা। একই সঙ্গে প্রতিপক্ষ দলেরও প্রশংসা করেছেন তিনি। ফনসেকা বলেন, ‘আমরা সত্যিই প্রতিপক্ষ দল ও ভক্তদের সম্মান দিয়েছি। এমন গতিশীল ফুটবল খেলাই উচিত ছিল। যেভাবে দল খেলেছে, তাতে আমি খুব সন্তুষ্ট।’

১২ গোলের মধ্যে প্রথমার্ধেই ৭ গোল দেয় লিলে। যেখানে ১১ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন ইউসুফ ইয়াজিসি। এরপর ২৫ ও ৩৬ মিনিটে  দুই গোল করেন ডেভিড। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন জেগরোভা। ৩৩ থেকে ৪২ মিনিট—৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করেন তিনি।  দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৭ মিনিটে গোল করেন টিয়াগো সান্তোস।  হ্যাকন আর্নার হ্যারাল্ডসন গোল দুটি করেন ৬৪ ও ৭৮ মিনিটে। যার মধ্যে ৬৪ মিনিটের হ্যারাল্ডসনের গোল এসেছে পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। আর অ্যামিনে মিসুসা গোল করেন ৮৯ মিনিটে ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত