ক্লান্তি, হতাশা সব কিছুই যেন ভর করছিল গোল্ডেন লায়ন ক্লাবের ওপর। এমনিতেই অনেক লম্বা পথ পাড়ি দিয়ে ক্লান্ত। তার ওপর প্রতিপক্ষ দল লিলে রীতিমতো ছেলেখেলা করেছে। বল কুড়োতে কুড়োতেই সময় গেছে গোল্ডেন লায়নের গোলরক্ষকের।
পিয়েরি মাউরয় স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের তৃতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে লিল ও গোল্ডেন লায়ন। ফ্রান্সে ম্যাচ খেলতে আসা মার্টিনিক দ্বীপভিত্তিক গোল্ডেন লায়ন পাড়ি দিয়েছে ৮৬০০ মাইল পথ, যা ১৩৮৪০ কিলোমিটার। দীর্ঘপথ পাড়ি দিয়ে আসা গোল্ডেন লায়নকে ১২-০ গোলে হারিয়েছে লিল। ম্যাচে হয়েছে জোড়া হ্যাটট্রিক। হ্যাটট্রিক করেছেন জোনাথন ডেভিড ও এডেন জেগরোভা। যেখানে ডেভিডের অবদান রয়েছে ৬ গোলে। কানাডার এই স্ট্রাইকার অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। দুটি করে গোল করেন ইউসুফ ইয়াজিসি ও হ্যাকন আর্নার হ্যারাল্ডসন। টিয়াগো সান্তোস, অ্যামিনে মিসুসা করেছেন একটি করে গোল।
শিষ্যদের পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত লিলে কোচ পাবলো ফনসেকা। একই সঙ্গে প্রতিপক্ষ দলেরও প্রশংসা করেছেন তিনি। ফনসেকা বলেন, ‘আমরা সত্যিই প্রতিপক্ষ দল ও ভক্তদের সম্মান দিয়েছি। এমন গতিশীল ফুটবল খেলাই উচিত ছিল। যেভাবে দল খেলেছে, তাতে আমি খুব সন্তুষ্ট।’
১২ গোলের মধ্যে প্রথমার্ধেই ৭ গোল দেয় লিলে। যেখানে ১১ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন ইউসুফ ইয়াজিসি। এরপর ২৫ ও ৩৬ মিনিটে দুই গোল করেন ডেভিড। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন জেগরোভা। ৩৩ থেকে ৪২ মিনিট—৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৭ মিনিটে গোল করেন টিয়াগো সান্তোস। হ্যাকন আর্নার হ্যারাল্ডসন গোল দুটি করেন ৬৪ ও ৭৮ মিনিটে। যার মধ্যে ৬৪ মিনিটের হ্যারাল্ডসনের গোল এসেছে পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। আর অ্যামিনে মিসুসা গোল করেন ৮৯ মিনিটে ।
ক্লান্তি, হতাশা সব কিছুই যেন ভর করছিল গোল্ডেন লায়ন ক্লাবের ওপর। এমনিতেই অনেক লম্বা পথ পাড়ি দিয়ে ক্লান্ত। তার ওপর প্রতিপক্ষ দল লিলে রীতিমতো ছেলেখেলা করেছে। বল কুড়োতে কুড়োতেই সময় গেছে গোল্ডেন লায়নের গোলরক্ষকের।
পিয়েরি মাউরয় স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের তৃতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে লিল ও গোল্ডেন লায়ন। ফ্রান্সে ম্যাচ খেলতে আসা মার্টিনিক দ্বীপভিত্তিক গোল্ডেন লায়ন পাড়ি দিয়েছে ৮৬০০ মাইল পথ, যা ১৩৮৪০ কিলোমিটার। দীর্ঘপথ পাড়ি দিয়ে আসা গোল্ডেন লায়নকে ১২-০ গোলে হারিয়েছে লিল। ম্যাচে হয়েছে জোড়া হ্যাটট্রিক। হ্যাটট্রিক করেছেন জোনাথন ডেভিড ও এডেন জেগরোভা। যেখানে ডেভিডের অবদান রয়েছে ৬ গোলে। কানাডার এই স্ট্রাইকার অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। দুটি করে গোল করেন ইউসুফ ইয়াজিসি ও হ্যাকন আর্নার হ্যারাল্ডসন। টিয়াগো সান্তোস, অ্যামিনে মিসুসা করেছেন একটি করে গোল।
শিষ্যদের পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত লিলে কোচ পাবলো ফনসেকা। একই সঙ্গে প্রতিপক্ষ দলেরও প্রশংসা করেছেন তিনি। ফনসেকা বলেন, ‘আমরা সত্যিই প্রতিপক্ষ দল ও ভক্তদের সম্মান দিয়েছি। এমন গতিশীল ফুটবল খেলাই উচিত ছিল। যেভাবে দল খেলেছে, তাতে আমি খুব সন্তুষ্ট।’
১২ গোলের মধ্যে প্রথমার্ধেই ৭ গোল দেয় লিলে। যেখানে ১১ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন ইউসুফ ইয়াজিসি। এরপর ২৫ ও ৩৬ মিনিটে দুই গোল করেন ডেভিড। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন জেগরোভা। ৩৩ থেকে ৪২ মিনিট—৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৭ মিনিটে গোল করেন টিয়াগো সান্তোস। হ্যাকন আর্নার হ্যারাল্ডসন গোল দুটি করেন ৬৪ ও ৭৮ মিনিটে। যার মধ্যে ৬৪ মিনিটের হ্যারাল্ডসনের গোল এসেছে পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। আর অ্যামিনে মিসুসা গোল করেন ৮৯ মিনিটে ।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২৯ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে