ক্লান্তি, হতাশা সব কিছুই যেন ভর করছিল গোল্ডেন লায়ন ক্লাবের ওপর। এমনিতেই অনেক লম্বা পথ পাড়ি দিয়ে ক্লান্ত। তার ওপর প্রতিপক্ষ দল লিলে রীতিমতো ছেলেখেলা করেছে। বল কুড়োতে কুড়োতেই সময় গেছে গোল্ডেন লায়নের গোলরক্ষকের।
পিয়েরি মাউরয় স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের তৃতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে লিল ও গোল্ডেন লায়ন। ফ্রান্সে ম্যাচ খেলতে আসা মার্টিনিক দ্বীপভিত্তিক গোল্ডেন লায়ন পাড়ি দিয়েছে ৮৬০০ মাইল পথ, যা ১৩৮৪০ কিলোমিটার। দীর্ঘপথ পাড়ি দিয়ে আসা গোল্ডেন লায়নকে ১২-০ গোলে হারিয়েছে লিল। ম্যাচে হয়েছে জোড়া হ্যাটট্রিক। হ্যাটট্রিক করেছেন জোনাথন ডেভিড ও এডেন জেগরোভা। যেখানে ডেভিডের অবদান রয়েছে ৬ গোলে। কানাডার এই স্ট্রাইকার অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। দুটি করে গোল করেন ইউসুফ ইয়াজিসি ও হ্যাকন আর্নার হ্যারাল্ডসন। টিয়াগো সান্তোস, অ্যামিনে মিসুসা করেছেন একটি করে গোল।
শিষ্যদের পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত লিলে কোচ পাবলো ফনসেকা। একই সঙ্গে প্রতিপক্ষ দলেরও প্রশংসা করেছেন তিনি। ফনসেকা বলেন, ‘আমরা সত্যিই প্রতিপক্ষ দল ও ভক্তদের সম্মান দিয়েছি। এমন গতিশীল ফুটবল খেলাই উচিত ছিল। যেভাবে দল খেলেছে, তাতে আমি খুব সন্তুষ্ট।’
১২ গোলের মধ্যে প্রথমার্ধেই ৭ গোল দেয় লিলে। যেখানে ১১ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন ইউসুফ ইয়াজিসি। এরপর ২৫ ও ৩৬ মিনিটে দুই গোল করেন ডেভিড। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন জেগরোভা। ৩৩ থেকে ৪২ মিনিট—৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৭ মিনিটে গোল করেন টিয়াগো সান্তোস। হ্যাকন আর্নার হ্যারাল্ডসন গোল দুটি করেন ৬৪ ও ৭৮ মিনিটে। যার মধ্যে ৬৪ মিনিটের হ্যারাল্ডসনের গোল এসেছে পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। আর অ্যামিনে মিসুসা গোল করেন ৮৯ মিনিটে ।
ক্লান্তি, হতাশা সব কিছুই যেন ভর করছিল গোল্ডেন লায়ন ক্লাবের ওপর। এমনিতেই অনেক লম্বা পথ পাড়ি দিয়ে ক্লান্ত। তার ওপর প্রতিপক্ষ দল লিলে রীতিমতো ছেলেখেলা করেছে। বল কুড়োতে কুড়োতেই সময় গেছে গোল্ডেন লায়নের গোলরক্ষকের।
পিয়েরি মাউরয় স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের তৃতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে লিল ও গোল্ডেন লায়ন। ফ্রান্সে ম্যাচ খেলতে আসা মার্টিনিক দ্বীপভিত্তিক গোল্ডেন লায়ন পাড়ি দিয়েছে ৮৬০০ মাইল পথ, যা ১৩৮৪০ কিলোমিটার। দীর্ঘপথ পাড়ি দিয়ে আসা গোল্ডেন লায়নকে ১২-০ গোলে হারিয়েছে লিল। ম্যাচে হয়েছে জোড়া হ্যাটট্রিক। হ্যাটট্রিক করেছেন জোনাথন ডেভিড ও এডেন জেগরোভা। যেখানে ডেভিডের অবদান রয়েছে ৬ গোলে। কানাডার এই স্ট্রাইকার অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। দুটি করে গোল করেন ইউসুফ ইয়াজিসি ও হ্যাকন আর্নার হ্যারাল্ডসন। টিয়াগো সান্তোস, অ্যামিনে মিসুসা করেছেন একটি করে গোল।
শিষ্যদের পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত লিলে কোচ পাবলো ফনসেকা। একই সঙ্গে প্রতিপক্ষ দলেরও প্রশংসা করেছেন তিনি। ফনসেকা বলেন, ‘আমরা সত্যিই প্রতিপক্ষ দল ও ভক্তদের সম্মান দিয়েছি। এমন গতিশীল ফুটবল খেলাই উচিত ছিল। যেভাবে দল খেলেছে, তাতে আমি খুব সন্তুষ্ট।’
১২ গোলের মধ্যে প্রথমার্ধেই ৭ গোল দেয় লিলে। যেখানে ১১ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন ইউসুফ ইয়াজিসি। এরপর ২৫ ও ৩৬ মিনিটে দুই গোল করেন ডেভিড। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন জেগরোভা। ৩৩ থেকে ৪২ মিনিট—৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৭ মিনিটে গোল করেন টিয়াগো সান্তোস। হ্যাকন আর্নার হ্যারাল্ডসন গোল দুটি করেন ৬৪ ও ৭৮ মিনিটে। যার মধ্যে ৬৪ মিনিটের হ্যারাল্ডসনের গোল এসেছে পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড। আর অ্যামিনে মিসুসা গোল করেন ৮৯ মিনিটে ।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৯ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
১০ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
১০ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
১০ ঘণ্টা আগে