জ্যোৎস্না রাতে মায়াবী মুগ্ধতা ছড়ায় ‘মধুমঞ্জরি’
ঘন সবুজ পাতার মাঝখানে ঝুলন্ত সাদা-গোলাপি-লাল ফুল সহজেই দৃষ্টি আকর্ষণ করে। ডালের আগায় সন্ধ্যায় ঝুলন্ত থোকায় থোকায় ফুল ফুটতে শুরু করে আর সুবাস ছড়ায়। রাতে অনেক ফুলই ফোটে; কিন্তু এত যে অসাধারণ সুন্দর, স্নিগ্ধ ও সুগন্ধে পরিপূর্ণ হতে পারে মধুমঞ্জরী লতা ফুল, তা রাতে না দেখলে অগোচরেই থেকে যেত।