সরকারি পাওনার ফাঁদে ২৪ জেলে পরিবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মৎস্যজীবী সমিতির সদস্য না হয়েও জলাশয় ইজারার বকেয়ার দায়ে সরকারি সার্টিফিকেট মামলায় ফেঁসেছে ২৪ জেলে পরিবার। ফুলবাড়ী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ধরণী বিশ্বাস ন্যাঙ্গা ও সাধারণ সম্পাদক মফিদুল হক মফির প্রতারণা ও জালিয়াতির কারণে তাঁদের কাঁধে দেনার দায় চেপেছে বলে অভিযো