শীতে রং বদলায় যে ৬ প্রাণী
ঋতু বদলের সঙ্গে প্রাণীদের মধ্যেও নানা পরিবর্তন দেখা দেয়। কিছু প্রাণী পরিযায়ী হয়, কেউ চলে যায় শীতনিদ্রায়, আবার কেউ লেগে পড়ে খাবার সংগ্রহে। দিনের দৈর্ঘ্য কমে যাওয়ায় ও রাত দীর্ঘ হওয়ায় শীতের প্রস্তুতি হিসেবে প্রাণীদের হরমোনেও পরিবর্তন আসতে শুরু করে।