চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিরল প্রজাতির একটি বাগডাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। সম্প্রতি শিবগঞ্জ পৌর এলাকার কালোপুর মহল্লা থেকে বন্যপ্রাণীটি উদ্ধার করা হয়। বর্তমানে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে রয়েছে এই বাগডাশ। প্রাণীটিকে যত্ন করে খেতেও দিচ্ছেন তিনি।
আজ সোমবার দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার লাগাদপাড়া এলাকার নজরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা গেছে, বাগডাশটিকে একটি খাঁচায় বন্দী করে খাবার দেওয়া হচ্ছে। আর এটিকে দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। অনেকে জানান এমন প্রাণী কোনো দিন দেখেননি।
নজরুল ইসলাম বলেন, ‘গত ২৬ জানুয়ারি কালোপুর গ্রামের একটি বাড়িতে ঢুকে ৫০টি পোষা কবুতরের ওপর আক্রমণ করে একটি বাগডাশ। তাই স্থানীয় লোকজন প্রাণীটিকে ধরে মারধর করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছি। খাঁচায় বন্দী করে রেখে খাবার দিচ্ছি। কয়েক দিন ধরে বাজার থেকে মাংস এনেও তাকে খাওয়াচ্ছি। মারধরে আঘাত পেয়েছিল প্রাণীটি। তাই ওষুধও দিয়েছি। এখন অনেকটা সুস্থ।’
নজরুল ইসলাম আরও বলেন, ‘প্রাণীটি ঠিক কোন প্রজাতির আমি জানি না। তাই আমি তাকে মোহরাল বলে ডাকি। আমি জন্ম থেকেই বন্যপ্রাণীদের পছন্দ করি। এর আগেও অনেক প্রাণীর যত্ন করেছি। আমি আমি এই প্রাণীটি রাজশাহী চিড়িয়াখানায় দিয়ে আসব।’
স্থানীয় বাসিন্দা অলিউল ইসলাম ডলার বলেন, ‘কয়েক দিন আগে এই প্রাণীটিকে মারধর করছিল কয়েকজন ব্যক্তি। পরে নজরুল ইসলাম চাচা বাঘটিকে নিয়ে এসে যত্নে রেখেছে। শুধু এটি নয় এর আগেও এমন কাজ করেছেন নজরুল ইসলাম। তিনি পশু, পাখি খুব পছন্দ করেন। তাই তাদের বাড়িতে নিয়ে এসে যত্ন করেন।’
শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বলেন, ‘এটি “ভাম বিড়াল”। কোনো বন্য প্রাণী অসুস্থ হলে আমরা চিকিৎসা দিই। আপনি বন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন’
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান বলেন, ‘এই প্রাণীর নাম বাগডাশ। এটি মানুষের কোনো ক্ষয়-ক্ষতি করে না। বরং এই প্রাণী আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ। বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। এখন খোঁজ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করব।’
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিরল প্রজাতির একটি বাগডাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। সম্প্রতি শিবগঞ্জ পৌর এলাকার কালোপুর মহল্লা থেকে বন্যপ্রাণীটি উদ্ধার করা হয়। বর্তমানে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে রয়েছে এই বাগডাশ। প্রাণীটিকে যত্ন করে খেতেও দিচ্ছেন তিনি।
আজ সোমবার দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার লাগাদপাড়া এলাকার নজরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা গেছে, বাগডাশটিকে একটি খাঁচায় বন্দী করে খাবার দেওয়া হচ্ছে। আর এটিকে দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। অনেকে জানান এমন প্রাণী কোনো দিন দেখেননি।
নজরুল ইসলাম বলেন, ‘গত ২৬ জানুয়ারি কালোপুর গ্রামের একটি বাড়িতে ঢুকে ৫০টি পোষা কবুতরের ওপর আক্রমণ করে একটি বাগডাশ। তাই স্থানীয় লোকজন প্রাণীটিকে ধরে মারধর করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছি। খাঁচায় বন্দী করে রেখে খাবার দিচ্ছি। কয়েক দিন ধরে বাজার থেকে মাংস এনেও তাকে খাওয়াচ্ছি। মারধরে আঘাত পেয়েছিল প্রাণীটি। তাই ওষুধও দিয়েছি। এখন অনেকটা সুস্থ।’
নজরুল ইসলাম আরও বলেন, ‘প্রাণীটি ঠিক কোন প্রজাতির আমি জানি না। তাই আমি তাকে মোহরাল বলে ডাকি। আমি জন্ম থেকেই বন্যপ্রাণীদের পছন্দ করি। এর আগেও অনেক প্রাণীর যত্ন করেছি। আমি আমি এই প্রাণীটি রাজশাহী চিড়িয়াখানায় দিয়ে আসব।’
স্থানীয় বাসিন্দা অলিউল ইসলাম ডলার বলেন, ‘কয়েক দিন আগে এই প্রাণীটিকে মারধর করছিল কয়েকজন ব্যক্তি। পরে নজরুল ইসলাম চাচা বাঘটিকে নিয়ে এসে যত্নে রেখেছে। শুধু এটি নয় এর আগেও এমন কাজ করেছেন নজরুল ইসলাম। তিনি পশু, পাখি খুব পছন্দ করেন। তাই তাদের বাড়িতে নিয়ে এসে যত্ন করেন।’
শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বলেন, ‘এটি “ভাম বিড়াল”। কোনো বন্য প্রাণী অসুস্থ হলে আমরা চিকিৎসা দিই। আপনি বন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন’
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান বলেন, ‘এই প্রাণীর নাম বাগডাশ। এটি মানুষের কোনো ক্ষয়-ক্ষতি করে না। বরং এই প্রাণী আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ। বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। এখন খোঁজ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৪ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে