সম্মিলিত প্রতিবাদে সুদিন আসবে
কাউকে কুপিয়ে, গুলি করে অথবা শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। কেউ আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন হতাশা, ব্যর্থতা কিংবা গ্লানি থেকে। কারও স্বাভাবিক মৃত্যু হচ্ছে, কারও-বা অস্বাভাবিক উপায়ে। সংবাদপত্রে প্রতিদিনই দুঃখের খবর, বেদনার খবর, কষ্টের খবর ছাপা হয়। একসময় এসব খবর মানুষকে আলোড়িত করত, ভারাক্রান্ত করত।