Ajker Patrika

শনিবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শনিবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের

সম্প্রতি শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার প্রতিবাদে সারা দেশে গণ-অনশন, গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। 

আজ শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। 

বিবৃতিতে ঐক্য পরিষদ জানায়, সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার যথার্থ অর্থে দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সংগঠনটির উদ্যোগে আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এর মধ্যে রয়েছে প্রতি জেলা ও উপজেলায় গণ-অনশন, গণ-অবস্থান ও বিক্ষোভ মিছিল। ঢাকার শাহবাগ ও চট্টগ্রামের আন্দরকিল্লাসহ দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে গণ-অনশন কর্মসূচি চলবে। 

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ। 

বিষয়:

প্রতিবাদ
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত