Ajker Patrika

সাম্প্রদায়িক হামলার নিন্দা প্রতিবাদে স্বাচিপের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাম্প্রদায়িক হামলার নিন্দা প্রতিবাদে স্বাচিপের মানববন্ধন

বিএনপির সাইনবোর্ডের নিচে কারা আছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আহমদ হোসেন। আজ বুধবার বেলা ১২টায় জাতীয় জাদুঘরের সামনে সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিএনপি ও জামায়াত ইসলামিকে বাংলাদেশের ‘অপশক্তি’ উল্লেখ করে আহমদ হোসেন বলেন, ‘আমরা রাস্তায় নেমেছি। এই সাম্প্রদায়িক অপশক্তিকে পরাস্ত না করে আমরা ঘরে ফিরব না। অশান্তি সৃষ্টির চেষ্টা করলে, তার উচিত শিক্ষা দেওয়া হবে।’ 

মানববন্ধনে স্বাচিপের মহাসচিব এম এ আজিজ বলেন, সাম্প্রদায়িক হামলা শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, বরং আন্তর্জাতিকভাবে মোকাবিলা করতে হবে। আমরা চিকিৎসক সমাজ যেকোনো অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াব। 

কুমিল্লা, নোয়াখালী ও রংপুরে হওয়া হামলাগুলো বিএনপি সুপরিকল্পিতভাবে ঘটিয়েছে দাবি করে সংসদ সদস্য অধ্যাপক ডা. আবদুল আজিজ। আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, বাংলাদেশে প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে। তবে স্বাধীনতা বিরোধী অপশক্তি তাতে বাধা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যখন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি তখন স্বাধীনতাবিরোধী জামাত শিবির দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। তাঁরা জনগণের সমর্থন না পেয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে।’ 

স্বাচিপের সহসভাপতি ডা. আবদুর রউফ সর্দারের সভাপতিত্বে মানববন্ধনের উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু ইউসুফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ, স্বাচিপ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটু ও স্বাচিপের শাখা কমিটির নেতারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত