Ajker Patrika

জাবিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

জাবি প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৭: ৩২
জাবিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী সমাবেশে তিনটি দাবি পেশ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। 

দাবিগুলোর মধ্যে রয়েছে উসকানিদাতাদের গ্রেপ্তার ও বিচার, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং ধর্মভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধ করা। 

মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এবং রংপুরে যে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে তা খুবই পূর্ব পরিকল্পিত ও রাজনৈতিক হীন উদ্দেশ্যেই এ কাজ করেছে। তারা সারা দেশে এক সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করে ফায়দা লুটতে চাইছে। যার প্রমাণ, হাজীগঞ্জে, হাতিয়া, বাঁশখালী, বান্দরবানের লামার হামলা ও হতাহতের ঘটনা। দেশব্যাপী এই সাম্প্রদায়িক হামলার ঘটনা দেশের খেটে খাওয়া শান্তিপ্রিয় আপামর জনসাধারণের জন্য অত্যন্ত উদ্বেগজনক। 

জাবি শাখা ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান বলেন, আমরা অতীতেও নানা অভিযোগে রামু, নাসিরনগর, সাথিয়া, বাঁশখালীসহ বিভিন্ন স্থানে এ ধরনের হামলা দেখেছি। এ রকম কোন ঘটনার বিচার আজ পর্যন্ত সরকার করেনি। তারা এই সাম্প্রদায়িক উন্মাদনাকে জিইয়ে রেখে নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করতেই ব্যস্ত। সাম্প্রতিক ঘটনার পরও সরকারের পক্ষ থেকে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে উদ্যোগ নিতে গড়িমসি করেছে। সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে এই সরকার। 

তিনি আরও বলেন, আমরা অবিলম্বে এই হামলার ঘটনার সঙ্গে জড়িত সকলকে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এবং দেশের জনগণের প্রতি অসাম্প্রদায়িকতার চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। 

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাবি শাখা সাধারণ সম্পাদক আবু সাইদ, সদস্য সুমাইয়া ফেরদৌস ও আরিফুল ইসলাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত