জাবি প্রতিনিধি
দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী সমাবেশে তিনটি দাবি পেশ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
দাবিগুলোর মধ্যে রয়েছে উসকানিদাতাদের গ্রেপ্তার ও বিচার, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং ধর্মভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধ করা।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এবং রংপুরে যে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে তা খুবই পূর্ব পরিকল্পিত ও রাজনৈতিক হীন উদ্দেশ্যেই এ কাজ করেছে। তারা সারা দেশে এক সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করে ফায়দা লুটতে চাইছে। যার প্রমাণ, হাজীগঞ্জে, হাতিয়া, বাঁশখালী, বান্দরবানের লামার হামলা ও হতাহতের ঘটনা। দেশব্যাপী এই সাম্প্রদায়িক হামলার ঘটনা দেশের খেটে খাওয়া শান্তিপ্রিয় আপামর জনসাধারণের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
জাবি শাখা ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান বলেন, আমরা অতীতেও নানা অভিযোগে রামু, নাসিরনগর, সাথিয়া, বাঁশখালীসহ বিভিন্ন স্থানে এ ধরনের হামলা দেখেছি। এ রকম কোন ঘটনার বিচার আজ পর্যন্ত সরকার করেনি। তারা এই সাম্প্রদায়িক উন্মাদনাকে জিইয়ে রেখে নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করতেই ব্যস্ত। সাম্প্রতিক ঘটনার পরও সরকারের পক্ষ থেকে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে উদ্যোগ নিতে গড়িমসি করেছে। সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে এই সরকার।
তিনি আরও বলেন, আমরা অবিলম্বে এই হামলার ঘটনার সঙ্গে জড়িত সকলকে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এবং দেশের জনগণের প্রতি অসাম্প্রদায়িকতার চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাবি শাখা সাধারণ সম্পাদক আবু সাইদ, সদস্য সুমাইয়া ফেরদৌস ও আরিফুল ইসলাম।
দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী সমাবেশে তিনটি দাবি পেশ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
দাবিগুলোর মধ্যে রয়েছে উসকানিদাতাদের গ্রেপ্তার ও বিচার, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং ধর্মভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধ করা।
মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এবং রংপুরে যে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে তা খুবই পূর্ব পরিকল্পিত ও রাজনৈতিক হীন উদ্দেশ্যেই এ কাজ করেছে। তারা সারা দেশে এক সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করে ফায়দা লুটতে চাইছে। যার প্রমাণ, হাজীগঞ্জে, হাতিয়া, বাঁশখালী, বান্দরবানের লামার হামলা ও হতাহতের ঘটনা। দেশব্যাপী এই সাম্প্রদায়িক হামলার ঘটনা দেশের খেটে খাওয়া শান্তিপ্রিয় আপামর জনসাধারণের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
জাবি শাখা ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান বলেন, আমরা অতীতেও নানা অভিযোগে রামু, নাসিরনগর, সাথিয়া, বাঁশখালীসহ বিভিন্ন স্থানে এ ধরনের হামলা দেখেছি। এ রকম কোন ঘটনার বিচার আজ পর্যন্ত সরকার করেনি। তারা এই সাম্প্রদায়িক উন্মাদনাকে জিইয়ে রেখে নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করতেই ব্যস্ত। সাম্প্রতিক ঘটনার পরও সরকারের পক্ষ থেকে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে উদ্যোগ নিতে গড়িমসি করেছে। সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে এই সরকার।
তিনি আরও বলেন, আমরা অবিলম্বে এই হামলার ঘটনার সঙ্গে জড়িত সকলকে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এবং দেশের জনগণের প্রতি অসাম্প্রদায়িকতার চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাবি শাখা সাধারণ সম্পাদক আবু সাইদ, সদস্য সুমাইয়া ফেরদৌস ও আরিফুল ইসলাম।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে ওঠেছ। আগে যেখানে ঘাস আগাছা জন্মাত বা কোন জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় সাত হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
৪ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোন ভ্যাকসিন পাচ্ছেন না।
১৩ মিনিট আগেচিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালা করার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার রাতে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশের (ড্রেটাব) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
৩৬ মিনিট আগেচট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে