Ajker Patrika

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন

সম্প্রতি রাজধানীর মিরপুরে সংবাদ সংগ্রহকালে চার সাংবাদিকের ওপর হামলা, মামলা এবং সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীর উত্তরায় মানববন্ধন করেছে সাংবাদিকেরা। উত্তরা প্রেস ক্লাবের আয়জনে উত্তরার আজমপুরে আজ শনিবার বেলা ১১টায় এ মানববন্ধন হয়।

উত্তরা প্রেস ক্লাবের সভাপতি রাসেল খানের সভাপতিত্বে মানববন্ধনের সঞ্চালনা করেন একই ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব ফারাহী। এ সময় উত্তরায় বসবাসরত এবং কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টের শতাধিক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে সংবাদ কর্মীরা বলেন, সম্প্রতি রাজধানীর মিরপুরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হোন চারজন সাংবাদিক। শুধু হামলাতেই থেমে থাকেনি, তাঁদের বিরুদ্ধে উল্টো মামলা দেওয়া হয়েছে। অথচ হামলার শিকার হওয়া ওই সাংবাদিকেরা পল্লবী থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। উল্টো যার নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে, সেই বাদী হয়ে পল্লবী থানায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছে।

উপস্থিত সাংবাদিকেরা আরও বলেন, সাংবাদিক সাগর-রুনী দম্পতিকে হত্যা করা হয়েছে। হত্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক দম্পতি হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে। কিন্তু ৯ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সেই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৮২ বার পিছিয়েছে র‍্যাব। যার কারণে অসাধু ও দুর্নীতিবাজেরা বুঝে গেছে, সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন করলেও বিচার হয় না। এতে সাংবাদিকদের ওপর হামলা মামলা বেড়েই চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত