মন্ত্রী-এমপিদের সই জাল করে প্রতারণা
মন্ত্রী-এমপিদের সই জাল করে ভুয়া ডিও লেটার (সুপারিশপত্র) তৈরি করতেন তাঁরা। সেই সুপারিশপত্র জমা দিলেই মিলবে চাকরি, হবে পছন্দ অনুযায়ী বদলির ব্যবস্থা। এমন প্রলোভন দেখিয়ে চাকরি ও বদলিপ্রত্যাশীদের কাছ থেকে নেওয়া হতো ৩ থেকে ১৫ লাখ টাকা। যদিও শেষ পর্যন্ত ভুয়া ওই ডিও লেটারে কাজ হতো না। গত চার বছরে এই প্রক্রি