Ajker Patrika

বিটকয়েন ক্রয়-বিক্রয়ের নামে প্রতারণা, মূল হোতাসহ গ্রেপ্তার ২ 

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৪: ০২
বিটকয়েন ক্রয়-বিক্রয়ের নামে প্রতারণা, মূল হোতাসহ গ্রেপ্তার ২ 

অবৈধ বিটকয়েন বা ভার্চুয়াল মুদ্রা ক্রয়-বিক্রয়ের নামে প্রতারণার অভিযোগে নওগাঁয় বিটকয়েন চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ ডিবি পুলিশ ও এনএসআই। আজ রোববার সকালে ডিবি পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল শনিবার নওগাঁর গোস্তহাটির মোড় ও আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্ৰামে যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্রামের আব্দুস শুকুরের ছেলে সারোয়ার হোসেন ডলার (৩০) এবং একই গ্রামের সামসুল আলম খন্দকারের ছেলে রাকিবুল ইসলাম খন্দকার রকি (২৫)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাকিবুল ইসলাম খন্দকার রকি ও সারোয়ার হোসেন ডলার দীর্ঘদিন থেকে অবৈধ বিটকয়েন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কাছে আসে। পরে এনএসআই ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে বিটকয়েন চক্রের মূল হোতা রাকিবুল ইসলাম খন্দকার রকিকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিটকয়েন চক্রের সমন্বয়কারী সারোয়ার হোসেন ডলারকে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় থেকে গ্রেপ্তার করা হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ বিটকয়েন বিক্রির ১ লাখ ৮২ হাজার ইউএস ডলার, যার মূল্য প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা, লেনদেনের জন্য সারোয়ার হোসেন ডলারের ব্যাংক এশিয়ার স্বাধীন মাস্টারকার্ড ব্যবহার করা হয়। এ ছাড়া একটি বিটকয়েনের মূল্য ৩৫ লাখ টাকা বলে প্রচারণা করে লোকজনকে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেন তাঁরা। এতে ভুক্তভোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন থেকে বিটকয়েন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।  

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ডিবি পুলিশের পক্ষ থেকে থানায় বিটকয়েন কেনাবেচা চক্রের দুই হোতার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। আজ তাঁদের আদালতে সোপর্দ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত