ইশিতার প্রতারণার ফাঁদ
লুৎফন নাহার ইশিতা ৩০ বছর বয়সেই চড়েন দামি গাড়িতে, থাকেন বিলাসবহুল ফ্ল্যাটে। সময়ে সময়ে চাকরি করেন স্পা হোটেলে। তবে এই চাকরি তাঁর পেশা নয়। একাধিক বিয়ের তথ্য গোপন করে তাঁর টার্গেটে থাকেন বিত্তশালীরা। তাঁদের কখনো বিয়ের প্রলোভন, কখনো প্রেমে জড়ানোর চেষ্টা করেন। দরিদ্র ও অসহায় নারী সেজে তাঁদের কাছে স্বল্প ব