Ajker Patrika

মুক্তিযোদ্ধার সন্তানের ভুয়া সনদে পুলিশে চাকরি, ১৭ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
মুক্তিযোদ্ধার সন্তানের ভুয়া সনদে পুলিশে চাকরি, ১৭ বছরের কারাদণ্ড

বাবার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে পুলিশের কনস্টেবল পদে চাকরি নেওয়ার অপরাধে মো. আরিফুল ইসলাম নামের এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে ৩ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ সোমবার দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এ. এন. এম. মোরশেদ খান এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ তথ্য নিশ্চিত করেছেন দুদক নোয়াখালী পিপি আবুল কাশেম। 

পিপি আবুল কাশেম বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি আরিফুল ইসলাম পুলিশে চাকরি নেওয়ার সময় তাঁর বাবার নামে একটি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে নেন। পরে সেই সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কনস্টেবল পদে চাকরি নেন। পরে বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে অভিযোগ এলে তদন্তে নামে দুদক। সনদটি ভুয়া প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। সোমবার দুপুরে বিভিন্ন ধারায় তাঁকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত