Ajker Patrika

মেসি সর্বকালের সেরা খেলোয়াড়, বলছেন গালতিয়ের

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১২: ১১
মেসি সর্বকালের সেরা খেলোয়াড়, বলছেন গালতিয়ের

আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, প্রতি ম্যাচেই যেন দ্যুতি ছড়াচ্ছেন লিওনেল মেসি। নিজে যেমন গোল করছেন, তেমনি সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন তিনি। মেসিকে নিয়ে তাই প্রশংসা ঝরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কোচ ক্রিস্টফ গালতিয়েরের কণ্ঠে। গালতিয়েরের মতে, সর্বকালের সেরা খেলোয়াড় মেসি।

গতকাল ফ্রাংকোইস কোতি স্টেডিয়ামে অ্যাজাসিওর বিপক্ষে ৩-০ গোলে জয় পায় পিএসজি। ৩টি গোলেই অবদান রেখেছেন মেসি। একটি করেছেন এবং দুটি করিয়েছেন। ২৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে দলের প্রথম গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। ৭৮ মিনিটে অ্যাজাসিও গোলরক্ষক বেনজামিন লিরয়কে বোকা বানিয়ে দারুণ গোল করেন মেসি। আর ৮২ মিনিটে এমবাপ্পের দ্বিতীয় গোলেও সহায়তা করেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা। মেসিকে প্রশংসায় ভাসিয়ে গালতিয়ের বলেন, ‘সমর্থকেরা লিওর খেলা দেখতেই স্টেডিয়ামে আসে। সে (মেসি) সর্বকালের সেরা খেলোয়াড়। সে অন্যদের সঙ্গে খেলতে পছন্দ করে। সে নিঃস্বার্থ একজন খেলোয়াড় এবং দ্বিতীয় গোলটা দারুণ করেছে।’

ক্লাব ফুটবলে মেসিও আছেন ৭০০ গোলের কাছাকাছি। ৮২৭ ম্যাচে করেছেন ৬৯২ গোল। বার্সেলোনার জার্সিতে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল। আর পিএসজির জার্সিতে ৪৯ ম্যাচে করেছেন ২০ গোল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত