Ajker Patrika

মার্তিনেজের উদ্‌যাপনের বিষয়ে শক্তি নষ্ট করতে চান না এমবাপ্পে

মার্তিনেজের উদ্‌যাপনের বিষয়ে শক্তি নষ্ট করতে চান না এমবাপ্পে

বিশ্বকাপে খেলার পারফরম্যান্সে এমিলিয়ানো মার্তিনেজ যতটা না আলোচনায় এসেছেন তার চেয়ে বেশি আলোচিত-সমালোচিত হয়েছেন নিজের কর্মকাণ্ডে। তৃতীয়বারের মতো আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর ড্রেসিংরুমে কিলিয়ান এমবাপ্পের জন্য এক মিনিটের নীরবতা, অশ্লীল অঙ্গভঙ্গি, পুতুল বিতর্ক ইত্যাদি কাণ্ডে বেশ সমালোচিত হয়েছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক। 

এসব কাণ্ডে মার্তিনেজের খেলোয়াড়ি মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক সাবেক ফুটবলার। এ ছাড়া তাঁর দৃষ্টিকটু উদ্‌যাপনের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশকে (এএফএ) চিঠিও পাঠিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রীও। 

তবে যাকে নিয়ে মার্তিনেজ এত কাণ্ড ঘটিয়েছেন সেই এমবাপ্পে এত দিন নিশ্চুপ ছিলেন। অবশেষে গতকাল স্ট্রাসবুর্গের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর মুখ খুলেছেন তিনি। উদ্‌যাপন নিয়ে কথা বললেও কোনো অভিযোগ নেই ফরাসি স্ট্রাইকারের। 

মার্তিনেজের উদ্‌যাপনের বিষয়ে কোনো সময় নষ্ট করতে চান না এমবাপ্পে। পিএসজি তারকা বলেছেন, ‘উদ্‌যাপনে আমার কোনো সমস্যা নেই। এসব নিরর্থক বিষয়ে আমার শক্তি নষ্ট করতে চাই না। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ক্লাবের জন্য সেরাটা দেওয়া।’ 

ফাইনাল শেষে মেসিকে অভিনন্দন জানিয়েছেন এমবাপ্পে। এখন খুদে জাদুকরের পিএসজিতে ফেরার অপেক্ষায় আছেন ফরাসি তারকা। জুটি বেঁধে আরও ভালো কিছু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। 

এমবাপ্পে বলেছেন, ‘খেলার পরে মেসির সঙ্গে একটু সময়ের জন্য কথা বলেছিলাম। এ সময় তাকে অভিনন্দন জানিয়েছিলাম। কারণ বিশ্বকাপ জয়ের জন্য সে ক্যারিয়ারজুড়ে চেষ্টা করছিল। আমার জন্য একই ছিল। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আপনাকে সব সময় একজন ভালো ক্রীড়াবিদ হতে হবে। আমরা লিওর জন্য অপেক্ষায় আছি। সে আসলে জুটি হয়ে আবার ম্যাচ জিতব এবং গোল করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত