Ajker Patrika

পানশালায় মেসির জার্সিকে পাপোশ বানালেন ফরাসিরা 

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৯: ৪৯
পানশালায় মেসির জার্সিকে পাপোশ বানালেন ফরাসিরা 

প্যারিসিয়ানদের কাছে লিওনেল মেসি এখন ‘ঘরের শত্রু বিভীষণ’। গত এক বছর ধরে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে মাথায় তুলে রেখেছিলেন তারা। কিন্তু এখন সেই মেসিই প্যারিসবাসীর ঘোর শত্রু। তার প্রমাণও পাওয়া গেল বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিনের মাথায়।

মেসির জার্সিকে পাপোশ বানিয়ে যেন গত রোববার কাতার বিশ্বকাপে ফাইনালে হারের প্রতিশোধ নিলেন ফরাসিরা। ফ্রান্সের এক পানশালায় প্রবেশের মুখে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পিএসজি জার্সিকে বিছিয়ে দিয়েছে পা মোছার জন্য।

বার্সেলোনা ছাড়ার পর গত বছর ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন মেসি। এরপর থেকে প্যারিসেই বউ-সন্তান নিয়ে তাঁর ঘরবাড়ি। অল্প সময়ের মধ্যে শহরটির অধিবাসীদের মনও জয় করে নেন ৩৫ বছর বয়সী তারকা।

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

এত দিন সব সুন্দরই চলছিল। কিন্তু লুসাইল স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপের ফাইনালে প্যারিসিয়ানদের বুকে ছুরিটা মারেন মেসি। ফ্রান্সকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে দেয়নি আর্জেন্টিনা। রোমাঞ্চকর ফাইনালে পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পেদের টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর নিজের দেশকে বহুল আকাঙ্ক্ষিত সোনালি শিরোপা এনে দিয়েছেন তিনি। ফাইনালে জোড়া গোলের পাশাপাশি পেনাল্টি শুটআউটেও জাল খুঁজে নেন মেসি। শেষ হয় তাঁর প্রায় দুই দশকের ক্যারিয়ারে বিশ্বকাপ জয়ের অপেক্ষা।

তাতেই খেপেছেন প্যারিসবাসী। দেশে ফিরে যখন শিরোপা উৎসবে মেতেছেন মেসিরা তখন ভিন্ন চিত্র প্যারিসে। শিল্পের নগরীতে চলছে এখন বিরহের কান্না। ফ্রান্সকে বিষাদের চাদরে ঢেকে দেওয়ার নায়ক মেসির প্রতি হৃদয় ভাঙার শোধ নিতে তাঁর পিএসজির ‘৩০ নম্বর’ জার্সি পানশালায় ব্যবহার করা হচ্ছে পাপোশ হিসেবে।

পানশালার দরজার মুখে ফ্লোরে বিছিয়ে রাখা মেসির জার্সির ছবিটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তার ওপরে এক ছোট টেবিলে প্লে-কার্ডের মতো লেখা, ‘প্রবেশের সময় আপনার পা মুছতে ভুলবেন না’।

২৮ ডিসেম্বর থেকে ফের শুরু হচ্ছে লিগ ওয়ান। ২০২২-২৩ মৌসুমের এখনো অর্ধেক পথ বাকি। ৪১ পয়েন্ট নিয়ে পিএসজি আছে শীর্ষে। মেসিও কয়েক দিনের ছুটি কাটিয়ে ক্লাব দায়িত্ব পালনের জন্য ফিরবেন প্যারিসে। তাঁর সঙ্গে বিশ্বকাপ হারানোর দুঃখ ভুলে পিএসজিকে শিরোপা জেতাতে লড়বেন এমবাপ্পেও। কিন্তু প্যারিসবাসী কীভাবে ভুলবেন, তাদের হৃদয় ভাঙার কষ্ট!

ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত