Ajker Patrika

মেসির রেকর্ডের দিনে হারল রিয়াল

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৩: ৪৭
মেসির রেকর্ডের দিনে হারল রিয়াল

প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়ে প্রথম মৌসুমটা ভালো কাটেনি লিওনেল মেসির। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্লাবে নিজেকে মানিয়ে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন তারকা। গতকাল পিএসজির হয়ে ৫০ তম ম্যাচও খেললেন তিনি। প্রতিপক্ষ ম্যাকাবি হাইফার বিপক্ষে জোড়া গোল ও জোড়া অ্যাসিস্ট করে দিনটিকে স্মরণীয়ও করে রাখলেন এই ফুটবল জাদুকর। 

বিশেষ দিনে দুটি রেকর্ড গড়েছেন মেসি। তাঁর অভিষেকের পর ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লিগে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোল করা ফুটবলার তিনি। আর অন্যটি হচ্ছে লিগের ইতিহাসে একই ম্যাচে জোড়া গোল ও জোড়া অ্যাসিস্ট করা বয়স্ক ফুটবলার তিনি। তাঁর এই রেকর্ডের দিনে চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগের কাছে ৩-২ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। 

ম্যাকাবিকে ৭-২ গোলে হারানো ম্যাচে পিএসজির হয়ে শুরুটা করেছিলেন মেসি। ১৯ মিনিটে তিনি যে গোলটি করলেন, তা ছিল দেখার মতো। কিলিয়ান এমবাপ্পের পাস বক্সের ভেতরে পেয়ে বুটের বাইরের অংশ দিয়ে জাল খুঁজে নিল তাঁর মোহনীয় শটটি। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে আরও একটি গোল করেছেন তিনি। ৪৪ মিনিটে গোলটি করেন বক্সের বাইরে থেকে বাঁকানো শটে। এ গোলেও সহায়তা করেছেন চলতি মৌসুমের শুরুতে গুঞ্জন ওঠা মেসি-নেইমারকে গোলে সহায়তা না করা এমবাপ্পে। 

ডি-বক্সের বাইরে থেকে করা গোলটির মাধ্যমে একটি রেকর্ডও করেছেন সাবেক বার্সা প্লেমেকার। ২০০৪-২০০৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অভিষেকের পর সবচেয়ে বেশি গোল করেছেন ডি-বক্সের বাইরে থেকে। ২৩ গোল নিয়ে সবার ওপরে এখন তিনি। ২২ গোল নিয়ে দুইয়ে আছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 

ম্যাচে শুধু ২টি গোল করেই থামেননি মেসি, সতীর্থদের দিয়ে জোড়া গোল করাতেও সহায়তা করেছেন তিনি। একই ম্যাচে ২ গোল ও জোড়া সহায়তায় চ্যাম্পিয়নস লিগের বয়স্ক ফুটবলার হয়েছেন তিনি। ম্যাচের দিন আর্জেন্টাইন তারকার বয়স ছিল ৩৫ বছর ১২৩ দিন। 

বিশ্বকাপের আগে নিজেদের দুর্দান্তভাবে ঝালিয়ে নিচ্ছেন পিএসজির ত্রয়ীরা। চ্যাম্পিয়নস লিগে গতকাল মেসি-নেইমার-এমবাপ্পেরা জ্বলে উঠেছেন একসঙ্গে। তাঁদের নজরকাড়া পারফরম্যান্সে প্রতিপক্ষ ম্যাকাবি হাইফা উড়ে গেছে ৭-২ গোলে। মেসির জোড়া গোলের সঙ্গে, ২টি গোল করেছেন এমবাপ্পেও। আর ১টি করে গোল করেছেন নেইমার ও ক্লাবের হয়ে প্রথম গোল পাওয়া কার্লোস সোলার। আর আত্মঘাতী গোলটি করেছেন শেন গোল্ডবার্গ। ম্যাকাবির হয়ে ২টি গোল শোধ করেছেন আবদুলায়ে সেক। 

মেসির রেকর্ডের রাতে ম্যাচ হেরেছে চ্যাম্পিয়নস লিগের সেরা দল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ আরবি লাইপজিগের মাঠে ৩-২ গোলে হেরেছে তারা। এই হারে দলটির জয়রথ থামল। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ম্যাচ হারল ইউরোপীয় শ্রেষ্ঠত্বের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এর আগে ১৮ ম্যাচ অপরাজিত ছিল তারা। আগেই নকআউট নিশ্চিত করা রিয়াল শুরু থেকেই ম্যাচে চাপে ছিল। 

ম্যাচের ১৮ মিনিটেই ২ গোল হজম করে রিয়াল। গোল ২টি করেন ইয়াস্কো গ্যাভার্দিওল ও ক্রিস্টোফার এনকুঙ্কু। তবে বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ১ গোল শোধ করেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকার গোলে ম্যাচ ড্র করার আশা পায় রিয়াল। কিন্তু বিরতির পর সমতা ফেরানো দূরের কথা, আরও ১টি গোল খেয়ে বসে স্প্যানিশ ক্লাব। ৮১ মিনিটে গোল করে দলকে জয়ের সুবাস এনে দেন বদলি নামা টিমো ওয়ার্নার। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে পরাজয়ের ব্যবধান কমান আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত