বাবর-বাটলারকে যেখানে ছাড়িয়ে গেলেন রিজওয়ান
টি-টোয়েন্টিতে রেকর্ড গড়া যেন ডালভাত বানিয়ে ফেলেছেন মোহাম্মদ রিজওয়ান। প্রতিদিনই কোনো না কোনো রেকর্ড ভেঙে নতুন করে গড়ছেন। আজ ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে ফিফটি করে নতুন এক রেকর্ড গড়েছেন পাকিস্তানি এই উইকেটকিপার ব্যাটার, তাতে ছাড়িয়ে গেছেন। সতীর্থ বাবর আজম এবং ইংলিশ উইকেটকিপার জস বাটলারকে।