Ajker Patrika

পাকিস্তানকে হেসেখেলে হারাল নিউজিল্যান্ড

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৩: ৩৯
পাকিস্তানকে হেসেখেলে হারাল নিউজিল্যান্ড

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ অনায়াসেই জিতেছিল পাকিস্তান। তবে নিউজিল্যান্ডের কাছে তারা আজ কোনো পাত্তাই পায়নি । ক্রাইস্টচার্চে পাকিস্তানকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। 

১৩১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ম্যাচ অনেকটা নিজেদের দখলে নিয়ে নেয় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ওপেনিংয়ে ৮১ বলে ১১৭ রানের জুটি গড়েন। অ্যালেন আউট হলেও বাকি পথটুকু অনায়াসে পাড়ি দেন কনওয়ে ও কেন উইলিয়ামসন। ২৩ বল আগেই স্বাগতিকেরা ৯ উইকেটের বিশাল জয় পায়। কনওয়ে ৪৬ বলে করেন ৪৯ রান এবং কিউই অধিনায়ক করেন ৯ বলে ৯ রান। 

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংসটি খেলেছেন অ্যালেন—৪২ বলের ইনিংসে এই ওপেনার হাঁকিয়েছেন ৬টি ছক্কা এবং ১টি চার। স্বাগতিকদের একমাত্র উইকেটটি নিয়েছেন পাকিস্তানি লেগস্পিনার শাদাব খান। ম্যাচ-সেরা হয়েছেন মাইকেল ব্রেসওয়েল। ১১ রানে ২ উইকেট নিয়েছেন কিউই এই অলরাউন্ডার। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।  নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে  নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ইফতিখার আহমেদ। কিউইদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ব্রেসওয়েল। এই তিনজনের মধ্যে ব্রেসওয়েল সবচেয়ে কম রান খরচ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত