এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনেও অনুপস্থিত ৩৩ হাজারের বেশি
এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে ৩৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৬ হাজার ৩২২ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১০ হাজার ৮৬৯ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬ হাজার ২৮৮ জন। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৮১ জন পরীক্ষার্থীকে।