Ajker Patrika

এসএসসি পরীক্ষার্থীদের সেবায় পুলিশের ‘সাপোর্ট’ টিম

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা) 
এসএসসি পরীক্ষার্থীদের সেবায় পুলিশের ‘সাপোর্ট’ টিম

ভুল করে অন্য কেন্দ্রে চলে আসা, ভুলে বাসায় প্রবেশপত্র রেখে আসা, যানজটে আটকে থাকা শিক্ষার্থীদের সেবায় ডিএমপির উত্তরা পশ্চিম থানা-পুলিশের পক্ষ থেকে একটি টিম করা হয়েছে। যার নাম ‘সাপোর্ট’। টিমটির কার্যক্রম এসএসসি পরীক্ষার শুরু থেকে চালু হয়ে চলবে শেষ পর্যন্ত। 

উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে আজ বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনেই উত্তরা পশ্চিম থানার পুলিশের পক্ষ থেকে সাপোর্ট নামের একটি বুথ খোলা হয়েছে। 

উত্তরা পশ্চিম থানা এলাকার কেন্দ্রে আগত শিক্ষার্থীদেরকে পুলিশের পক্ষ থেকে কলম ও গোলাপ ফুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। 

এছাড়াও বিপদে পড়া শিক্ষার্থীদের সেবায় জন্য ১০টি মোটরসাইকেলের সমন্বয়ে একটি এবং তিনটি গাড়ির সমন্বয়ে আরেকটি টিম গঠন করা হয়েছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। 

 যার মধ্যে বিভিন্ন যানজট প্রবণ এলাকায় রাখা হয়েছে মোটরসাইকেলগুলো। যানজটে আটকা পড়ে থাকা শিক্ষার্থীদেরকে মোটরসাইকেলে করে কেন্দ্রে পৌঁছে দিয়েছে পুলিশ। আবার পুলিশ ভ্যানগুলো সাপোর্ট সেন্টারসহ অন্যান্য পরীক্ষা কেন্দ্রের সামনে রাখা হয়েছে। বুথে আগত শিক্ষার্থীদের মধ্যে কেউ ভুল করে অন্য কেন্দ্রে চলে আসলে বা বাসায় ভুল করে প্রবেশ পত্র রেখে আসা শিক্ষার্থীদেরকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং বাসা থেকে প্রবেশপত্র নিয়ে আসার কাজে সহযোগিতা করছে। 

উদয় স্কুল থেকে এবার এসএসপি পরীক্ষার্থী মিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পরীক্ষা কেন্দ্র ছিল গার্লস স্কুল। কিন্তু ভুলে আমি বয়েজ স্কুল কেন্দ্রে চলে গিয়েছিলাম। তারপর পুলিশের সাপোর্ট টিমের গাড়িতে করে আমাকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। আমি পুলিশের প্রতি কৃতজ্ঞ।’ 

 ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তরার জসিম উদ্দিন এলাকায় তীব্র যানজটে আটকা পরে গিয়েছিলেন পরীক্ষার্থী অনিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যানজটে আটকা পরে যাওয়ার পর আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু সেই চিন্তা দূর করে দিয়েছে পুলিশ। পুলিশের মোটরসাইকেল দিয়ে আমাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।’ 

এছাড়াও প্রবেশপত্র ছাড়াই পরীক্ষা কেন্দ্রে এসে পড়েন শাকিল নামের অপর এক শিক্ষার্থী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাসায় ভুল করে প্রবেশপত্র রেখে আসার কথা পুলিশের সাপোর্ট টিমকে জানানো পর তারা সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িতে করে আমায় বাসায় নিয়ে যায়। পরে আবার বাসা থেকে প্রবেশপত্র নিয়ে যেই পুলিশের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছি। আজ পুলিশের সহযোগিতা না পেলে পরীক্ষা দেওয়াই যেত না।’ 

 এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘সড়কে যানজটে আটকা থাকা, ভুল করে অন্য কেন্দ্রে চলে আসা, বাসায় প্রবেশপত্র ফেলে আসা শিক্ষার্থীদের সেবায় উত্তরা পশ্চিম থানার পক্ষ থেকে পরীক্ষার প্রথম দিন থেকে ‘সাপোর্ট’ নামের একটি টিম গঠন করা হয়েছে। পরীক্ষার শেষ দিন পর্যন্ত টিমটির কার্যক্রম থাকবে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে আগত শিক্ষার্থীদেরকে পুলিশের পক্ষ থেকে ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত