মেসি-নেইমার দুজনই কোপার সেরা, কনমেবলের ঘোষণা
শিরোপা ভাগাভাগি করার সুযোগ নেই। তবে কোপা আমেরিকার টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারটি ঠিকই ভাগাভাগি করে নিলেন মেসি-নেইমার। কনমেবল এই দুজনকে যৌথাভাবে সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে কনমেবল বলেছে, একজন সেরা বেছে নেয়া যাচ্ছে না, তাই দুজনকেই যৌথভাবে সেরা ঘোষণা করা হলো।