ইতিহাস বলবে, মারাকানায় আর্জেন্টিনার জয়ের নায়ক আনহেল দি মারিয়া। ২২ মিনিটে এই উইঙ্গারের করা গোলেই ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে লা আলবিসিলেস্তারা। ঘুচিয়েছে ২৮ বছরের শিরোপার আক্ষেপ।
দি মারিয়ার কীর্তি কিংবা মেসির শিরোপা জয়ের শিরোনামে হয়তো আড়ালে চলে যাবেন রদ্রিগো দি পল। তবে আজকের কোপা আমেরিকার ফাইনাল যাঁরা দেখেছেন, তাঁরাও হয়তো মানবেন মেসিকে স্বপ্নের শিরোপা এনে দেওয়ার নেপথ্য নায়ক আর্জেন্টিনার এই ‘জার্সি নম্বর সেভেন’। আজ তিনিই আর্জেন্টিনার ‘লাকি সেভেন’!
সেমিফাইনালে দি পলকে উইঙ্গার হিসেবে খেলিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আজ ব্রাজিলের বিপক্ষে ফাইনালে সেই ভূমিকাটা পুরোপুরি পাল্টে গেল। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ—-উদিনেসের এই মিডফিল্ডার পুরো মাঠ চষে বেড়িয়েছেন ম্যাচের পুরো সময়। দি মারিয়ার যে গোলটায় আর্জেন্টিনার ঘরে এল কোপা শিরোপা, সেই গোলেও দি পলের প্রত্যক্ষ ভূমিকা। ২২ মিনিটে তাঁর বুদ্ধিদীপ্ত লম্বা পাস ধরেই ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করেন দি মারিয়া।
গোল করানোর পাশাপাশি নিজের কাজটাও দারুণভাবে শেষ করেছেন দি পল। ফাইনালের আগে ব্রাজিলের ‘প্রাণ ভোমরা’ নেইমারকে বোতলবন্দী করে রাখার হুমকি দিয়ে রেখেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস। নেইমার বোতলবন্দী হলেন ঠিকই; তবে পারাদেস নয়, দি পলের হাতে। ব্রাজিলের আক্রমণের নিউক্লিয়াসকে এতটাই কড়া পাহারায় রেখেছিলেন দি পল, নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে পারেননি নেইমার। পারেননি বেশিক্ষণ বল পায়ে রাখতেও। দি পল এতটাই আলো ছড়িয়েছেন যে ধারাভাষ্যকার তাঁকেই বললেন ম্যাচের সেরা খেলোয়াড়; যদিও শেষে পুরস্কারটা উঠেছে দি মারিয়ার হাতেই।
তবে নেইমারের ডানা বেঁধে রেখেছেন যিনি, সেই দি পলকে মনে রাখবে আর্জেন্টিনা।
ইতিহাস বলবে, মারাকানায় আর্জেন্টিনার জয়ের নায়ক আনহেল দি মারিয়া। ২২ মিনিটে এই উইঙ্গারের করা গোলেই ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে লা আলবিসিলেস্তারা। ঘুচিয়েছে ২৮ বছরের শিরোপার আক্ষেপ।
দি মারিয়ার কীর্তি কিংবা মেসির শিরোপা জয়ের শিরোনামে হয়তো আড়ালে চলে যাবেন রদ্রিগো দি পল। তবে আজকের কোপা আমেরিকার ফাইনাল যাঁরা দেখেছেন, তাঁরাও হয়তো মানবেন মেসিকে স্বপ্নের শিরোপা এনে দেওয়ার নেপথ্য নায়ক আর্জেন্টিনার এই ‘জার্সি নম্বর সেভেন’। আজ তিনিই আর্জেন্টিনার ‘লাকি সেভেন’!
সেমিফাইনালে দি পলকে উইঙ্গার হিসেবে খেলিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আজ ব্রাজিলের বিপক্ষে ফাইনালে সেই ভূমিকাটা পুরোপুরি পাল্টে গেল। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ—-উদিনেসের এই মিডফিল্ডার পুরো মাঠ চষে বেড়িয়েছেন ম্যাচের পুরো সময়। দি মারিয়ার যে গোলটায় আর্জেন্টিনার ঘরে এল কোপা শিরোপা, সেই গোলেও দি পলের প্রত্যক্ষ ভূমিকা। ২২ মিনিটে তাঁর বুদ্ধিদীপ্ত লম্বা পাস ধরেই ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করেন দি মারিয়া।
গোল করানোর পাশাপাশি নিজের কাজটাও দারুণভাবে শেষ করেছেন দি পল। ফাইনালের আগে ব্রাজিলের ‘প্রাণ ভোমরা’ নেইমারকে বোতলবন্দী করে রাখার হুমকি দিয়ে রেখেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস। নেইমার বোতলবন্দী হলেন ঠিকই; তবে পারাদেস নয়, দি পলের হাতে। ব্রাজিলের আক্রমণের নিউক্লিয়াসকে এতটাই কড়া পাহারায় রেখেছিলেন দি পল, নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে পারেননি নেইমার। পারেননি বেশিক্ষণ বল পায়ে রাখতেও। দি পল এতটাই আলো ছড়িয়েছেন যে ধারাভাষ্যকার তাঁকেই বললেন ম্যাচের সেরা খেলোয়াড়; যদিও শেষে পুরস্কারটা উঠেছে দি মারিয়ার হাতেই।
তবে নেইমারের ডানা বেঁধে রেখেছেন যিনি, সেই দি পলকে মনে রাখবে আর্জেন্টিনা।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৭ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে