Ajker Patrika

আমি ব্রাজিল–সমর্থক, মেসিরও সমর্থক

আশরাফউদ্দিন চুন্নু
আপডেট : ১০ জুলাই ২০২১, ১৫: ০১
আমি ব্রাজিল–সমর্থক, মেসিরও সমর্থক

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই সম্ভাবনা আছে শিরোপা জেতার। দুই দলই লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব করে। লম্বা সময় ধরে তারা বিশ্বকে নান্দনিক ফুটবলে মুগ্ধ করে আসছে।

ফাইনালে দুই দলের শিরোপা জেতার সম্ভাবনা সমানে সমান। আমি বলব যারা আগে গোল পাবে, তাদেরই সম্ভাবনা বেশি শিরোপা জেতার। এবারের ইউরো আর কোপায় যে ধরনের ফুটবল দেখা যাচ্ছে, সেখানে আগে গোল করা দলটা গোল করে নিজেদের রক্ষণ খোলসে ঢুকে যাচ্ছে। চেষ্টা করছে অগ্রগামিতাকে ধরে রাখতে। কাজটা কঠিন, তবু দলকে জেতাতে দলগুলো এটাই করছে। কেউ আগে গোল খেয়ে ফেললে তাদের ম্যাচে ফেরাটা কঠিন হবে।

আমি ব্রাজিল–সমর্থক, আবার একই সঙ্গে মেসিরও সমর্থক। খুব করে চাইব সে যেন এবার জাতীয় দলের হয়ে একটা শিরোপা জিততে পারে। আর্জেন্টিনা দলটায় অসাধারণ সব খেলোয়াড় আছে। সবাইকে নিয়ে দলটা ৯৫ শতাংশ পরিপূর্ণ। ফাইনালে যদি এই দলের দুই-তিনজন খেলোয়াড় নিজেদের শতভাগটা দেয়, তাহলেই ম্যাচটা বের করে আনা খুব সম্ভব। একই কথা ব্রাজিলের ক্ষেত্রেও খাটে। নেইমাররা যদি ফাইনালে নিজেদের সেরাটা দেয়, আর্জেন্টিনার জন্য শিরোপা জেতা কঠিন হয়ে যাবে।

আশরাফউদ্দিন চুন্নু, সাবেক ফুটবলারআর্জেন্টিনার খেলোয়াড়েরা নিয়মিত গোল পাচ্ছে। মেসি গোল করছে, করাচ্ছে। সে এখন পর্যন্ত নিজের স্বকীয়তা ধরে রেখেছে। কখনো তার গোল হচ্ছে, কখনো বল বারে লাগছে। সবকিছু দেখে মনে হচ্ছে মেসি এবং আর্জেন্টিনা দলটা শিরোপা জেতার মতো ইতিবাচক মানসিকতায় আছে। তাদের শক্তি আর দুর্বলতার জায়গা আসলে পরিমাপ করা কঠিন। বিশ্বের সব বড় দল এখন ‘টোটাল ফুটবল’ খেলে। দলের প্রয়োজনে প্রত্যেক খেলোয়াড় কম্পিউটার গেমসের মতো দৌড়াচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনা-ব্রাজিলের দুর্বলতা নিয়ে মন্তব্য করা খুব কঠিন।

ইউরোর সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় গোল করার পর ম্যাচের শেষ দুই মিনিট পা থেকে বলই সরায়নি। ডেনমার্কের সমতায় ফেরাটা তাই বেশ কঠিন হয়ে গেছে তাতে। কোপার ফাইনালেও বিষয়টা একই হতে পারে। যে এগিয়ে যাবে তারা চেষ্টা করবে প্রতিপক্ষকে বল না দিতে। আবারও বলব, যারা আগে গোল করবে, তারাই এগিয়ে থাকবে শিরোপা জয়ের সম্ভাবনায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত