Ajker Patrika

মেসি-নেইমার দুজনই কোপার সেরা, কনমেবলের ঘোষণা

আপডেট : ১১ জুলাই ২০২১, ০০: ৪৫
মেসি-নেইমার দুজনই কোপার সেরা, কনমেবলের ঘোষণা

শিরোপা ভাগাভাগি করার সুযোগ নেই। তবে কোপা আমেরিকার টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারটি ঠিকই ভাগাভাগি করে নিলেন মেসি-নেইমার। কনমেবল এই দুজনকে যৌথভাবে সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে কনমেবল বলেছে, একজন সেরা বেছে নেওয়া যাচ্ছে না, তাই দুজনকেই যৌথভাবে সেরা ঘোষণা করা হলো। 

সেরা খেলোয়াড় নির্বাচনের দায়িত্বে থাকা বিশ্লেষকেরা বলছেন, যখন দুজন খেলোয়াড়ই পুরস্কারের দাবিদার হন, তখন একজনের হাতে পুরস্কার তুলে দেওয়ার সুযোগ নেই। মেসি-নেইমার দুজনই দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিবৃতিতে বলা হয়, কনমেবল  ট্যাকনিকাল ও ট্যাকটিকাল দিক বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে। 

কোপার ফাইনালে ওঠার পথে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই অপরাজিত থেকে ছয় ম্যাচের পাঁচটিতে জিতেছে ও একটি ড্র করেছে। আর্জেন্টিনার হয়ে মেসি চার গোলের পাশাপাশি পাঁচটিতে সহায়তা করেছেন। আর্জেন্টিনার করা ১১ গোলের নয়টিতেই কোনো না কোনোভাবে অবদান ছিল তাঁর। অন্যদিকে নেইমার গোল করেছেন দুটি, সহায়তা করেছেন তিনটিতে।

ফাইনালের আগ মুহূর্তে এই প্রাপ্তি দুজনকেই নিশ্চয়ই আরও ভালো কিছু করতে তাতিয়ে দেবে। দিন শেষে শিরোপা জিততে না পারলে ব্যক্তিগত সেরার পুরস্কার যে নিছকই সান্ত্বনা হয়ে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত