
জেসিন্ডা আরডার্নের পদত্যাগের পর হবু প্রধানমন্ত্রীর তালিকায় তাঁর নাম সবার ওপরে ছিল। ফলে তিনি যে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এটা মোটামুটি অনুমিতই ছিল। ক্ষমতাসীন লেবার পার্টির নেতা নির্বাচনে ক্রিস হিপকিন্স দলের মনোনীত একমাত্র প্রার্থী।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ৭ ফেব্রুয়ারি হবে তাঁর শেষ কর্মদিবস। এমনকি আসন্ন নির্বাচনে তিনি অংশ নেবেন না বলেও জানিয়েছেন। এমন পরিস্থিতিতে ক্ষমতাসীন লেবার পার্টিকে নতুন নেতা খুঁজতে হবে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন আগামী মাসে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। আগামী ৭ ফেব্রুয়ারি হবে তাঁর প্রধানমন্ত্রী হিসেবে শেষ কর্মদিবস। এরপর লেবার পার্টির নেতা নির্বাচনের ভোট হবে।

টেস্ট ক্রিকেট বাংলাদেশের সাফল্য হাতে গোনা। ঘরের মাঠের টেস্ট জয়ের পরিসংখ্যান বাদ দিলে বিদেশের মাটিতে সেই সংখ্যা আরও নগণ্য। এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়।