লখনৌর উইকেট নিয়ে যা বললেন ভারতের বোলিং কোচ
লখনৌতে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে লো-স্কোরিং থ্রিলারে নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরেছে ভারত। ৬ উইকেটে পাওয়া জয়ের ম্যাচে ভারতকে খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। লখনৌর পিচ তাই এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতের বোলিং কোচ পরশ মামব্রের মতে, পিচের ব্যাপারে সবকিছু কিউরেটরই জানেন।