লক্ষ্য ৩১৯ রান। হাতে আছে এক দিন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্ট জয়ের চিন্তায় বাদ দিতে হচ্ছে পাকিস্তানকে। উল্টো হার এড়াতে পারলেই যেন বাঁচেন বাবর আজমেরা। কারণ, চতুর্থ দিনের শেষ মুহূর্তে দ্বিতীয় ইনিংস শুরু করে স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই দুই ব্যাটারকে হারিয়ে বসেছে স্বাগতিকেরা।
ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই স্তম্ভিত পাকিস্তান। দুর্দান্ত এক ডেলিভারিতে ওপেনার আবদুল্লাহ শফিকের স্ট্যাম্প উপড়ে ফেলেন কিউই পেসার টিম সাউদি। এরপর তৃতীয় ওভারের পঞ্চম বলে ইশ সোধির ঘূর্ণিজালে পড়ে বোল্ড মির হামজা। এরপর আর সাহসে এগোয়নি পাকিস্তানের। দিনের সমাপ্তি সেখানেই।
স্কোরবোর্ডের চোখ রাঙানি দেখেই দিন পার করা পাকিস্তান এখন কোনোভাবে পঞ্চম ও শেষ দিনে সিরিজের দ্বিতীয় টেস্ট বাঁচাতে চাইবে। হাতে থাকা ৮ উইকেট নিয়ে ৩১৯ রানের লক্ষ্য তাড়াকে কঠিন করে তুলেছে তারা।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪০৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা পাকিস্তান ৬ বল খেলে স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মাত্র ১ রান। সোধির এলবিডব্লিউর ফাঁদে পড়ে শেষ উইকেট আবরার আহমেদ ফেরার পর দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। আগের দিন ১২৪ রান নিয়ে পাকিস্তানকে স্বস্তি এনে দেওয়া সৌদ শাকিলকে শেষ পর্যন্ত অপরাজিতই থাকলেন।
৪১ রানে এগিয়ে দ্বিতী ইনিংস শুরু করে ওয়ানডে স্টাইলে ব্যাট চালান কিউই ব্যাটাররা। শুরুতে ওপেনার ডেভন কনওয়েকে খালি হাতে ফেরালেও সফরকারীদের রানের গতিতে বাধা পড়তে দেননি টম লাথাম ও কেন উইলিয়ামসন। দুজনের ১০৯ রানের জুটি ভাঙেন নাসিম শাহ। ৬২ রানে বিদায় নেন ওপেনার লাথাম। উইলিয়ামসন থামেন ৪১ রানে। এরপর টম ব্লান্ডেল (৭৪) ও মিচেল ব্রেসওয়েলের (৭৪*) ১২৭ রানের জুটিতে ৫ উইকেটে ২৭৭ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। কিউইরা প্রথম ইনিংসে করেছিল ৪৪৯ রান।
লক্ষ্য ৩১৯ রান। হাতে আছে এক দিন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্ট জয়ের চিন্তায় বাদ দিতে হচ্ছে পাকিস্তানকে। উল্টো হার এড়াতে পারলেই যেন বাঁচেন বাবর আজমেরা। কারণ, চতুর্থ দিনের শেষ মুহূর্তে দ্বিতীয় ইনিংস শুরু করে স্কোরবোর্ডে কোনো রান জমা করার আগেই দুই ব্যাটারকে হারিয়ে বসেছে স্বাগতিকেরা।
ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই স্তম্ভিত পাকিস্তান। দুর্দান্ত এক ডেলিভারিতে ওপেনার আবদুল্লাহ শফিকের স্ট্যাম্প উপড়ে ফেলেন কিউই পেসার টিম সাউদি। এরপর তৃতীয় ওভারের পঞ্চম বলে ইশ সোধির ঘূর্ণিজালে পড়ে বোল্ড মির হামজা। এরপর আর সাহসে এগোয়নি পাকিস্তানের। দিনের সমাপ্তি সেখানেই।
স্কোরবোর্ডের চোখ রাঙানি দেখেই দিন পার করা পাকিস্তান এখন কোনোভাবে পঞ্চম ও শেষ দিনে সিরিজের দ্বিতীয় টেস্ট বাঁচাতে চাইবে। হাতে থাকা ৮ উইকেট নিয়ে ৩১৯ রানের লক্ষ্য তাড়াকে কঠিন করে তুলেছে তারা।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪০৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা পাকিস্তান ৬ বল খেলে স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মাত্র ১ রান। সোধির এলবিডব্লিউর ফাঁদে পড়ে শেষ উইকেট আবরার আহমেদ ফেরার পর দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। আগের দিন ১২৪ রান নিয়ে পাকিস্তানকে স্বস্তি এনে দেওয়া সৌদ শাকিলকে শেষ পর্যন্ত অপরাজিতই থাকলেন।
৪১ রানে এগিয়ে দ্বিতী ইনিংস শুরু করে ওয়ানডে স্টাইলে ব্যাট চালান কিউই ব্যাটাররা। শুরুতে ওপেনার ডেভন কনওয়েকে খালি হাতে ফেরালেও সফরকারীদের রানের গতিতে বাধা পড়তে দেননি টম লাথাম ও কেন উইলিয়ামসন। দুজনের ১০৯ রানের জুটি ভাঙেন নাসিম শাহ। ৬২ রানে বিদায় নেন ওপেনার লাথাম। উইলিয়ামসন থামেন ৪১ রানে। এরপর টম ব্লান্ডেল (৭৪) ও মিচেল ব্রেসওয়েলের (৭৪*) ১২৭ রানের জুটিতে ৫ উইকেটে ২৭৭ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। কিউইরা প্রথম ইনিংসে করেছিল ৪৪৯ রান।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৩ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে