সিরিজ আগেই জেতা হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এবার কিউইদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাহাড়সম লক্ষ্য দিয়েছে টিম ইন্ডিয়া। ইন্দোরে রোহিত শর্মা ও শুভমান গিলের রেকর্ড গড়া ওপেনিং জুটিতে ৯ উইকেটে ৩৮৫ রান করেছে ভারত। কিউইদের বিপক্ষে ওয়ানডেতে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
ভারতের সর্বশেষ ইনিংসগুলো দেখলে যে কারও চোখ কপালে উঠবে। সর্বশেষ পাঁচ ইনিংসে যে পাঁচবার তারা প্রথমে ব্যাট করেছে, প্রত্যেকবার ত্রিশোর্ধ্ব স্কোর দাঁড় করিয়েছে। আজ ভারতকে বিশাল সংগ্রহ এনে দিয়েছেন রোহিত ও গিল। দুজনে ইনিংসের ২৭তম ওভারের শুরুতে বিচ্ছিন্ন হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করেন ২১২ রান, যা নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটি।
১০১ রানে ব্রেসওয়েলের বলে বোল্ড হন রোহিত। ৮৫ বলে ভারতীয় অধিনায়কের সেঞ্চুরিটি সাজানো ছিল ৯ চার ও ৬ ছয়ে। পাক্কা তিন বছর পর ওয়ানডে সেঞ্চুরি পেলেন রোহিত। সেই সঙ্গে ছুঁয়ে ফেলেছেন ৫০ ওভারের ক্রিকেটে ৩০ সেঞ্চুরি নিয়ে তিনে থাকা সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংকে।
সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়া গিল এবার ৭৮ বলে ১৩ চার ৫ ছয়ে করেন ১১২ রান। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ফিফটিতে ৪০০ পেরোনর স্বপ্নও দেখে ভারত। তবে সেটি আর সম্ভব হয়নি।
সিরিজ আগেই জেতা হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এবার কিউইদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাহাড়সম লক্ষ্য দিয়েছে টিম ইন্ডিয়া। ইন্দোরে রোহিত শর্মা ও শুভমান গিলের রেকর্ড গড়া ওপেনিং জুটিতে ৯ উইকেটে ৩৮৫ রান করেছে ভারত। কিউইদের বিপক্ষে ওয়ানডেতে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
ভারতের সর্বশেষ ইনিংসগুলো দেখলে যে কারও চোখ কপালে উঠবে। সর্বশেষ পাঁচ ইনিংসে যে পাঁচবার তারা প্রথমে ব্যাট করেছে, প্রত্যেকবার ত্রিশোর্ধ্ব স্কোর দাঁড় করিয়েছে। আজ ভারতকে বিশাল সংগ্রহ এনে দিয়েছেন রোহিত ও গিল। দুজনে ইনিংসের ২৭তম ওভারের শুরুতে বিচ্ছিন্ন হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করেন ২১২ রান, যা নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটি।
১০১ রানে ব্রেসওয়েলের বলে বোল্ড হন রোহিত। ৮৫ বলে ভারতীয় অধিনায়কের সেঞ্চুরিটি সাজানো ছিল ৯ চার ও ৬ ছয়ে। পাক্কা তিন বছর পর ওয়ানডে সেঞ্চুরি পেলেন রোহিত। সেই সঙ্গে ছুঁয়ে ফেলেছেন ৫০ ওভারের ক্রিকেটে ৩০ সেঞ্চুরি নিয়ে তিনে থাকা সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংকে।
সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়া গিল এবার ৭৮ বলে ১৩ চার ৫ ছয়ে করেন ১১২ রান। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ফিফটিতে ৪০০ পেরোনর স্বপ্নও দেখে ভারত। তবে সেটি আর সম্ভব হয়নি।
চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১০ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১২ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১৩ ঘণ্টা আগে