Ajker Patrika

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজ ভারতের

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ২১: ২৬
নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজ ভারতের

প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে তাও জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। শুভমান গিলের ডাবল সেঞ্চুরি আরেকটু হলে ম্লান হয়েই গিয়েছিল। তবে রাইপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে পাত্তাই পাইনি কিউইরা। কিউইদের ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতল ভারত। 

 ১০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে জয়ের কাজ অনেকটাই সেরে ফেলে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ৮৬ বলে ৭২ রানের জুটি গড়েছেন। ওয়ানডে ক্যারিয়ারের ২৯ তম ফিফটি তুলে নিয়েছেন রোহিত। ৫০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন ভারতীয় অধিনায়ক। রোহিতের উইকেট নিয়ে উদ্বোধনী জুটি ভেঙে দেন হেনরি শিপলি। 

রোহিতের বিদায়ের পর উইকেটে আসেন বিরাট কোহলি। গিলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৩ বলে ২৬ রানের জুটি গড়ে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যান কোহলি। ৯ বলে ১১ রান করা কোহলির উইকেট নেন মিচেল স্যান্টনার। এরপর তৃতীয় উইকেটে গিল ও ইশান কিষাণ ১২ বলে ১৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। স্যান্টনারকে চার মেরে ১৭৯ বল হাতে রেখে ভারতের জয় নিশ্চিত করেন গিল। ৫৩ বলে ৬ চারে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় এই ওপেনার। 

ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ শামি। ৬ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত। আগে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৩৪.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। কিউই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান করেন গ্লেন ফিলিপস। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত