প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে তাও জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। শুভমান গিলের ডাবল সেঞ্চুরি আরেকটু হলে ম্লান হয়েই গিয়েছিল। তবে রাইপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে পাত্তাই পাইনি কিউইরা। কিউইদের ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতল ভারত।
১০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে জয়ের কাজ অনেকটাই সেরে ফেলে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ৮৬ বলে ৭২ রানের জুটি গড়েছেন। ওয়ানডে ক্যারিয়ারের ২৯ তম ফিফটি তুলে নিয়েছেন রোহিত। ৫০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন ভারতীয় অধিনায়ক। রোহিতের উইকেট নিয়ে উদ্বোধনী জুটি ভেঙে দেন হেনরি শিপলি।
রোহিতের বিদায়ের পর উইকেটে আসেন বিরাট কোহলি। গিলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৩ বলে ২৬ রানের জুটি গড়ে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যান কোহলি। ৯ বলে ১১ রান করা কোহলির উইকেট নেন মিচেল স্যান্টনার। এরপর তৃতীয় উইকেটে গিল ও ইশান কিষাণ ১২ বলে ১৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। স্যান্টনারকে চার মেরে ১৭৯ বল হাতে রেখে ভারতের জয় নিশ্চিত করেন গিল। ৫৩ বলে ৬ চারে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় এই ওপেনার।
ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ শামি। ৬ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত। আগে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৩৪.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। কিউই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান করেন গ্লেন ফিলিপস। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শামি।
প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে তাও জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। শুভমান গিলের ডাবল সেঞ্চুরি আরেকটু হলে ম্লান হয়েই গিয়েছিল। তবে রাইপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে পাত্তাই পাইনি কিউইরা। কিউইদের ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতল ভারত।
১০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে জয়ের কাজ অনেকটাই সেরে ফেলে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ৮৬ বলে ৭২ রানের জুটি গড়েছেন। ওয়ানডে ক্যারিয়ারের ২৯ তম ফিফটি তুলে নিয়েছেন রোহিত। ৫০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন ভারতীয় অধিনায়ক। রোহিতের উইকেট নিয়ে উদ্বোধনী জুটি ভেঙে দেন হেনরি শিপলি।
রোহিতের বিদায়ের পর উইকেটে আসেন বিরাট কোহলি। গিলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৩ বলে ২৬ রানের জুটি গড়ে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যান কোহলি। ৯ বলে ১১ রান করা কোহলির উইকেট নেন মিচেল স্যান্টনার। এরপর তৃতীয় উইকেটে গিল ও ইশান কিষাণ ১২ বলে ১৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। স্যান্টনারকে চার মেরে ১৭৯ বল হাতে রেখে ভারতের জয় নিশ্চিত করেন গিল। ৫৩ বলে ৬ চারে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ভারতীয় এই ওপেনার।
ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ শামি। ৬ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত। আগে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৩৪.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। কিউই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান করেন গ্লেন ফিলিপস। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শামি।
চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১০ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১২ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১৩ ঘণ্টা আগে