Ajker Patrika

গিলকে ফেদেরারের সঙ্গে তুলনা করলেন পাকিস্তানি ক্রিকেটার

গিলকে ফেদেরারের সঙ্গে তুলনা করলেন পাকিস্তানি ক্রিকেটার

দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে প্রশংসায় ভাসছেন শুভমন গিল। তাঁর রেকর্ড গড়া এই ইনিংস দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। মুগ্ধতা ছড়ানো ভারতীয় এই ব্যাটারের শট সালমান বাট তুলনা করেছেন রজার ফেদেরারের সঙ্গে। 

বুধবার হায়দরাবাদে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাটিং করা ভারতের হয়ে ওপেনিং করেন গিল। ধীরস্থির শুরু করা গিল সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক খেলেছেন। ৮৭ বলে করেছেন সেঞ্চুরি। আর ৪৯ তম ওভার বোলিং করতে আসা লকি ফার্গুসনকে হ্যাটট্রিক ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি তুলে নেন গিল। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেতে লেগেছে ১৪৫ বল। ১৪৯ বলে ১৯ চার ও ৯ ছক্কায় করেন ২০৮ রান। ঝকঝকে এই ইনিংস খেলার পথে উইকেটের চারদিকে শট খেলেন ভারতীয় এই ওপেনার। 

ভারতীয় এই ওপেনারের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন বাট। পাকিস্তানের সাবেক এই ব্যাটার তুলনা করেছেন ফেদেরারের সঙ্গে। যেখানে ফেদেরার গত বছর অবসরে গেছেন। ১৯৯৮ থেকে ২০২২-দীর্ঘ ২৪ বছর টেনিস কোর্টে নানারকম শট খেলে মুগ্ধতা ছড়িয়েছেন। সুইস এই তারকা গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০ বার। নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেন, ‘গিল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। অনেকটা রজার ফেদেরারের মতো যিনি অনেক সুন্দর শট খেলেন। এমন তরুণ বয়সে যে খেলাটা সে খেলল, তা খুবই বিরল। অন্যান্য প্রান্তে যেভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল, তখন সে যে ব্যাটিং করেছে তা খুবই ভালো। বোলারদের টার্গেট করে যে শট সে খেলেছে, সত্যিই অসাধারণ।’ 

নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৮ রান করে ওয়ানডেতে কনিষ্ঠতম ডাবল সেঞ্চুরিয়ান হলেন গিল। ২৩ বছর ১৩২ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করেন ভারতীয় এই ওপেনার। ওয়ানডেতে ১৯ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৬৮.৮৭ গড়ে করেন ১১০২ রান। ওয়ানডেতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ১৯ ইনিংসে ১০০০ রান করেন গিল। গিলের মতো ইমাম-উল-হক ১৯ ইনিংসে ওয়ানডেতে ১০০০ রান করেন। দ্রুততম ১৮ ইনিংসে ১০০০ রান করেন ফখর জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত