১৫ বছর পর বাংলাদেশ থেকে সিরিজ নিয়ে গেল নিউজিল্যান্ড
যে উইকেটে রীতিমতো খাবি খেলেন বাংলাদেশের ব্যাটাররা, নিউজিল্যান্ডের ব্যাটাররা সেখানে রান পেলেন অনায়াসে। মিরপুরের শেরে বাংলা ক্রিকেটে স্টেডিয়ামের ধীর গতির উইকেট নিয়ে যে শঙ্কা ছিল কিউইদের, দূর হলো সেটাও। মিরপুরের বৈরী উইকেট জয় করে ১৫ বছর পর বাংলাদেশ থেকে ওয়ানডে সিরিজও জিতে নিয়ে গেল নিউজিল্যান্ড।