Ajker Patrika

শান্তর একার ৭৬, বাকিদের ৯৫ 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৫২
শান্তর একার ৭৬, বাকিদের ৯৫ 

সিরিজ বাঁচাতে হলে আজ বাংলাদেশকে জিততে হবে। এমন সমীকরণে খেলতে নেমে নিউজিল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৭১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপদে পড়ে বাংলাদেশ। ৮ রানের মাথায় ২ উইকেট হারায়। সেখানে থেকে তৃতীয় উইকেট জুটিতে তাওহীদ হৃদয়কে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টা করেন এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত। কিন্তু ১৮ হৃদয় ১৮ রানের আউট হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। এর আগে অভিষিক্ত জাকির হাসান ১ রানে আউট হয়েছেন। আরেক ওপেনার তানজিদ হাসান ফিরেছেন ৫ রানে।

তবে অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে চতুর্থ উইকেটে ৫৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহের আশা জাগাচ্ছিলেন শান্ত। দলীয় ৮৮ রানের মাথায় মুশফিকের দুর্ভাগ্যের আউটে সেই জুটির সমাপ্তি ঘটে। লকি ফার্গুসনের বল ডিফেন্স করার পরও বল গিয়ে স্টাম্পে আঘাত হানে। পা দিয়ে বাঁচানোর চেষ্টা করেও ১৮ রানেই থেমে যায় তাঁর ইনিংস। পরে আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ৪৯ রানের আরেকটি জুটি গড়েন শান্ত। 

আজ ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক গড়া মাহমুদউল্লাহ ২১ রানে আউট হলে একা পড়ে যান শান্ত। পরে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিলেও দলকে ২০০ রানও এনে দিতে পারেননি তিনি। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন বাঁহাতি ব্যাটার। অন্যদিকে ১০ ব্যাটার মিলে করেছেন ৯৫ রান। কিউইদের হয়ে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার অ্যাডাম মিলনে।

জিততে হলে বাংলাদেশি বোলারদের দুর্দান্ত কিছু করতে হবে। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের জয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত