Ajker Patrika

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৪৯
দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম মিলনের তোপে শুরুতেই এলোমেলো বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ৩৫ রানেই ৩ উইকেট হারিয়েছে তারা। প্রথম ওভার কোনো বিপর্যয় না ঘটলেও দ্বিতীয় ওভারেই আউট হলেন অভিষিক্ত জাকির হাসান। মিলনের বলে ইনসাইড এজ বোল্ড হয়ে ফিরলেন এই বাঁহাতি ওপেনার।

অভিষেক ওয়ানডে ম্যাচ ৫ বলে ১ রান করলেন জাকির। পরের ওভারে বোল্টের বলে ফিরলেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। স্লিপে ফিন অ্যালেনকে ক্যাচ দিয়ে ফিরলেন ৫ রানে। ৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের মাঠে ওয়ানডে সংস্করণে এটাই বোল্টের প্রথম উইকেট।

তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও  তাওহীদ হৃদয় চাপ সামলে চেষ্টা করেছিলেন জুটি বড় করতে। কিন্তু সেটিও হতে দিলেন না মিলন। ২০ রানে ২৭ রানের জুটিটি ভেঙে দেন তিনি। ষষ্ঠ ওভারে মিলনের বল কাভারড্রাইভ করতে গিয়ে পয়েন্টে উইল ইয়ংকে ক্যাচ দেন হৃদয়। ১৩ বলে ১৮ রান আসে তাঁর ব্যাট থেকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯.১ ওভারে ৩ উইকেটে ৫৪ রান। শান্ত ২৩ ও মুশফিকুর রহিম ১ রানে অপরাজিত আছেন। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

একাদশে ফিরেছেন প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা মুশফিক ও শরীফুল ইসলাম। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার অধিনায়কত্ব করছেন শান্ত। এই বাঁহাতি ব্যাটারও ছিলেন না আগের দুই ম্যাচে। অভিষেক হচ্ছে বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান জাকির হাসানের। নিউজিল্যান্ডও একাদশে একটি পরিবর্তন এনেছে। বিশ্রাম দেওয়া হয়েছে কাইলি জেমিসনকে। অভিষেক হচ্ছে আরেক স্পিনার ডিন ফক্সক্রোফ্টের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত