Ajker Patrika

সোধির প্রতিক্রিয়ায় অবাক তামিম

সোধির প্রতিক্রিয়ায় অবাক তামিম

নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৪৬ তম ওভারে মানকাডিং আউট হয়েছিলেন ইশ সোধি। বল ছাড়ার আগেই উইকেট ছেড়ে বেরিয়ে যাওয়ায় তাঁকে আউট করেছিলেন হাসান মাহমুদ। ক্রিকেটীয় আইনে আউটের নিয়ম থাকায় পরে টিভি আম্পায়ারও তাই করেন। 

তখন হতাশ ও বিরক্ত হয়ে মাঠ ছেড়ে যাচ্ছিলেন সোধি। তবে বাংলাদেশের উদারতায় বেঁচে যান তিনি। অধিনায়ক লিটন দাস ডাকলে আবারও ব্যাটিংয়ে নামেন। পরে পুনরায় ব্যাটিং করার আগে পেসার হাসানের সঙ্গে কোলাকুলি করেন কিউই স্পিনার। আউট হওয়ার আগে ৩৯ বলে ৩৫ রানের কার্যকরী ইনিংস খেলেন ৩০ বছর বয়সী লেগ স্পিনার। পরে ৩৯ রানে ৬ উইকেট নিয়ে একাই বাংলাদেশকে ৮৬ রানে হারান তিনি। 

আউট হওয়ার পর সোধির এমন প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি বলে জানিয়েছেন তামিম ইকবাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘এই আউট নিলে, আমার মনে হয় না ওরও (সোধি) এমন করা উচিত হয়েছে। ও যেভাবে অবাক হয়েছে। এটা আমরা নেবো কি নেবো না এটা পুরোপুরি অধিনায়কের কল। সরি এটা অধিনায়ক না, দলের কল। এটা নেবো কি নেবো না, এভাবে রিয়াক্ট করায় আমরা অবাক হয়েছি।’ 

সোধিকে পুনরায় ব্যাটিং করতে দেওয়ায় ভুলও কিছু দেখছে না তামিম। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এটাতে ভুল কিছু নেই। নিয়ম আছে। আমরা নেই বা আমাদের বিপক্ষে কেউ নেয়। আমার মনে হয় না এটা নিয়ে সবাই যেভাবে রিয়াক্ট করছে এমন কিছু হয়েছে। অধিনায়কের মনে হয়েছে এটা নেবে না। এখানে ভুল ঠিক বলতে কিছু নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত