Ajker Patrika

বাদ সৌম্য, অধিনায়ক শান্ত, বিশ্রামে তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ২৫
বাদ সৌম্য, অধিনায়ক শান্ত, বিশ্রামে তামিম

বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের শেষ সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েও প্রমাণে ব্যর্থ হয়েছেন তিনি। তাতে তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন সৌম্য। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। 

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন ও তামিম ইকবাল এই দুজনকে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত ছিল আগেই। তৃতীয় ওয়ানডের দলে নেই বাংলাদেশের এই দুই ওপেনার। লিটনের অনুপস্থিতিতে শেষ ওয়ানডেতে শান্তর অধিনায়ক হওয়ার কথা আজ এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্তর পাশাপাশি ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তাতে নুরুল হাসান সোহান, সৈয়দ খালেদ আহমেদ-এই দুই ক্রিকেটারও জায়গা হারিয়েছেন তৃতীয় ওয়ানডের দল থেকে। 

বৃষ্টির বাধায় বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যায়। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৮৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলবে এই দুই দল। 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের দল:  
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, জাকির হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুটিং স্পটে মডেলকে দলবদ্ধ ধর্ষণ, পরিচালকসহ ৩ জনের নামে মামলা

পাঁচ দিন পর উদ্ধার বৈষম্যবিরোধী নেতা মামুন, হাসপাতালে ভর্তি

জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট, মাথায় চুমু দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

টনি ব্লেয়ারের নেতৃত্বেই হতে পারে গাজার অন্তর্বর্তী কর্তৃপক্ষ, কিন্তু তিনিই কেন

যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন সোহেল তাজ, ফিরিয়ে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত