ধর্ষণে আর কতকাল তালি দেবেন
ভেবে দেখার সময় এসেছে যে, নারী নির্যাতনের সাফাই গাওয়া আমাদের অস্বস্তিকর সামাজিক প্রবণতা জাতীয় জীবনেও প্রবেশ করছে কি না। যদি তা-ই হয়, তবে হয়তো সামনের বছরের শেষেও সহস্রাধিক ধর্ষণের পরিসংখ্যান নিয়ে সালতামামি লিখে যেতে হবে। সংখ্যা তখন ধর্ষণের পরিমাণ জানাবে ঠিকই, কিন্তু আপনাকে-আমাকে আর বদলাতে পারবে না; বর