Ajker Patrika

রায়ে সন্তুষ্ট নন নির্যাতনের শিকার নারী

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৯
রায়ে সন্তুষ্ট নন নির্যাতনের শিকার নারী

‘আমার মতো এমন শত শত নারীর এমন ক্ষতি যেন আর না হয়। ১০ বছরের মধ্যে দুই বছর তো শেষই হয়ে গেল। আমি এ রায়ে খুশি নই।’

রায়ের পর আদালত প্রাঙ্গণে এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে কান্নায় ভেঙে পড়েন নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে দেলোয়ার বাহিনীর সদস্যদের হাতে নির্যাতনের শিকার নারী (৩৭)।

গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে ১৩ আসামির কারাদণ্ড ঘোষণা করার পর রায়ে অসন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ওই নারী।

এ বিষয়ে জানতে চাইলে নির্যাতনের শিকার গৃহবধূ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ রায়ে খুশি নই। এদের যেন যাবজ্জীবন সাজা হয়। মৃত্যুর এক দিন আগেও যেন এরা জামিন নিয়ে না আসতে পারে। সরকারের কাছে এটা আমার আবেদন। এরা আমার সঙ্গে কী করেছে সেটা ভিডিও দেখে সবাই জেনেছে। কিন্তু ওই অপরাধে তাদের মাত্র ১০ বছর সাজা হয়েছে। আমার জীবনের নিরাপত্তার জন্য হলেও এদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া দরকার। আসামিরা বেশির ভাগই আমাদের এলাকার। তারা কারাভোগের পর মুক্ত হয়ে এলে আমি এবং আমার পরিবারের লোকজনের ক্ষতি করবে। কারণ ওদের বাড়ির সামনে দিয়ে আমি, আমার সন্তান ও পরিবারের লোকজন যাতায়াত করি। আমি সরকারের কাছে সব আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত