Ajker Patrika

নির্যাতনের মামলা করায় শ্যালিকাকে অপহরণ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ০৬
নির্যাতনের মামলা করায় শ্যালিকাকে অপহরণ

মুক্তাগাছায় নারী নির্যাতন মামলা করায় কিশোরী (১৪) শ্যালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে ফরহাদ মিয়া (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হলে ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। গত রোববার সন্ধ্যায় পিবিআইয়ের উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরহাদ মিয়া (২৮) উপজেলার একটি গ্রামের বাসিন্দা। উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ওই কিশোরীকে আদালতে তোলা হলে তাকে জোরপূর্বক অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করেছে বলে জবানবন্দি দেন। পরে আদালত ওই কিশোরীকে তার মায়ের জিম্মায় দেন।

এর আগে শনিবার রাত ১০টার দিকে ওই যুবকের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। মামলার বরাত দিয়ে উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ২০১৫ সালের শেষের দিকে পারিবারিকভাবে ফরহাদের সঙ্গে বিয়ে হয় ওই কিশোরীর বড় বোনের।

তাঁদের ছয় বছরের দাম্পত্য জীবনে চার বছরের ছেলে সন্তান রয়েছে। এ অবস্থায় ফরহাদ মিয়া যৌতুকের জন্য বড় বোনকে তাঁর বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

উপপরিদর্শক আরও জানান, সম্প্রতি ফরহাদ মিয়ার নামে যৌতুকের মামলা করেন তার স্ত্রী। এ ঘটনার পর গত ১২ সেপ্টেম্বর ওই কিশোরী মাদ্রাসায় যাওয়ার পথে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করেন ফরহাদ। পরে ওই কিশোরীর মা গত ১৮ সেপ্টেম্বর মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তা মামলায় পরিণত হয়।

পরে ফরহাদ মিয়া ওই কিশোরীকে ঢাকার উত্তরার একটি বাসায় নিয়ে আটকে রাখেন এবং ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। সেখান থেকে ওই কিশোরী বাড়িতে চলে আসতে চাইলে ফরহাদ তাকেসহ বড়বোনকে হত্যার হুমকি দেন। ভয়ে ওই কিশোরী তার সঙ্গে থাকতে বাধ্য হন। গত ১৭ সেপ্টেম্বর ওই তাকে নিয়ে ফরহাদ তাঁর বাড়িতে আসেন। ১৮ সেপ্টেম্বর ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত