Ajker Patrika

‘করোনায় ধর্ষণ, নারী নির্যাতন বেড়েছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১১: ৫৭
‘করোনায় ধর্ষণ, নারী নির্যাতন বেড়েছে’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেছেন, ‘করোনাকালে ভেবেছিলাম, মৃত্যুভয়ে ধর্ষণ বন্ধ হবে। কিন্তু দেখলাম করোনায় ধর্ষণ, নারী নির্যাতন আরও বেড়েছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়ে। কিন্তু ধর্ষণ ও নারী নির্যাতন এই অর্জনকে ম্লান করে দিচ্ছে।’

বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ: মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। গতকাল রোববার অনলাইন প্ল্যাটফর্ম জুমে সভাটি অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, সংবিধানে সবার মানবাধিকারের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। নারী ও কন্যার প্রতি সহিংসতা শুধু নারীর একার অপমান নয়, এটা সমাজ ও রাষ্ট্রের জন্য অপমানজনক।

সভায় জানানো হয়, নারী নির্যাতন, ধর্ষণ, পারিবারিক সহিংসতার মতো ঘটনায় খুব কম মামলাই নিষ্পত্তি হয়। কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদ যে মামলাগুলোয় সম্পৃক্ত হয়েছে, সেগুলোর ৯৭ শতাংশ মামলাই নিষ্পত্তি হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ার খন্দকার ফারজানা রহমান, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত