আফস্পা: একটি বৈধ অস্ত্র
মণিপুরে ধর্ষণ ও হত্যার কাহিনি এখন ব্যাপকভাবে পরিচিত। আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ারস অ্যাক্টের (আফস্পা) বলে আধা সামরিক কর্তৃপক্ষ আসাম রাইফেলস প্রায়ই এসব অপরাধ করে থাকে। তাই এই লেখায় আমি পুরো উত্তর-পূর্ব ভারত নয়, শুধু নাগাল্যান্ড নিয়ে কথা বলব।