Ajker Patrika

চাকরি দেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৩: ৫৩
চাকরি দেওয়ার কথা বলে নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে চাকরি দেওয়ার কথা বলে এক নারীকে ধর্ষণের অভিযোগ মাসুদ রানা ওরফে চান্দু (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার দুপুরে ভুক্তোভোগী ওই নারী (৪৩) বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 

এর আগে গতকাল শনিবার বিকেলে পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

মামলায় জানা গেছে, গ্রেপ্তার মাসুদ পাগাড় ঝিনু মার্কেট এলাকায় ওই নারীর নিজ বাসার সামনে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ) দোকান দিয়ে ব্যবসা করতেন। অর্থনৈতিক লেনদেন করতে গিয়ে পরিচয় হয় তাঁদের। পরে ওই নারী চাকরির বিষয়ে প্রায়ই মাসুদের সঙ্গে আলাপ করতেন। মাসুদ ওই নারীকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন। একপর্যায়ে গতকাল বিকেলে মাসুদ চাকরির বিষয়ে কথা আছে বলে ওই নারীর বাসায় নিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারীর পরিবার পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে মাসুদকে আটক করে থানায় নিয়ে আসে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার মাসুদকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত