Ajker Patrika

চাঁদপুরে শিশু ধর্ষণের মামলায় মসজিদের ইমামের যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৯: ১৭
চাঁদপুরে শিশু ধর্ষণের মামলায় মসজিদের ইমামের যাবজ্জীবন

চাঁদপুরের কচুয়ায় শিশু ধর্ষণের মামলায় মো. বোরহান উদ্দিন (৩৫) নামের মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এই রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি বোরহান উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আকানিয়া গ্রামের ফকির বাড়ির বাসিন্দা। ধর্ষণের শিকার শিশুটি মসজিদের ইমামের কাছে পবিত্র কোরআন শিখত।

ধর্ষণের ঘটনায় ২০২০ সালের ২১ মার্চ কচুয়া থানায় বোরহানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। কচুয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম মামলাটি তদন্তের দায়িত্বে ছিলেন। তদন্ত শেষে ওই বছরেরই ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইদুল ইসলাম বাবু বলেন, সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে বিচারক আজ এই রায় দেন। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গোলাম রাব্বানী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত