Ajker Patrika

ধর্ষণ মামলায় এসআই শরিফুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্ষণ মামলায় এসআই শরিফুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ধর্ষণের মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৮–এর বিচারক বেগম মাফরোজা পারভীন পরোয়ানা জারির এ আদেশ দেন।

এসআই শরিফুল বর্তমানে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত। শরিফুল পাবনা জেলার সাঁথিয়া থানার চৈত্রহাটি গ্রামের মৃত বন্দে আলীর ছেলে।

গত বছরের ২৮ আগস্ট শরিফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন এক নারী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে। বিচারক অপরাধ আমলে নিয়ে আজ পরোয়ানা জারি করলেন।। 

বাদীর আইনজীবী সালাম সিকদার পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সিআইডির তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনাল গ্রহণ করে এসআইয়ের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন।’

বাদী তাঁর আরজিতে উল্লেখ করেন, ২০২০ সালের জানুয়ারি মাসে এসআই শরিফুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। একই বছরের ১৩ নভেম্বর শরিফুল বাদীকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করেন। এতে বাদী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি এসআই শরিফুলকে জানালে তিনি তাঁকে হাসপাতালে নিয়ে গর্ভপাত করান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত